মিঠুনের গাড়ি ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাস, ধুতি পাঞ্জাবিতে সেজে ব্রিগেডে হাজির সুপারস্টার
বাংলাহান্ট ডেস্ক: আজ নরেন্দ্র মোদীর (narendra modi) ব্রিগেডের (brigade) সভায় নিঃসন্দেহে অন্যতম বড় চমক সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (mithun chakraborty) উপস্থিতি। গতকাল রাতেই কলকাতায় এসে পৌঁছেছেন মিঠুন। আজ সকাল সকাল উঠেই ব্রিগেডের উদ্দেশে রওনা দিয়েছেন অভিনেতা। একেবারে বাঙালি সাজেই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিগেডের সভামঞ্চে দেখা যাবে তাঁকে। ধুতি পাঞ্জাবি, উত্তরীয় পরে ব্রিগেডের উদ্দেশে রওনা দীলেন মিঠুন। নিজের … Read more