খেলার মাঠের লড়াই ছেড়ে এবার রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করতে প্রস্তুত ববিতা, সন্দীপ এবং যোগেশ্বর।
কেউ বাজিমাত করেছেন হকি ষ্টিক ধরে আবার কেউ বাজিমাত করেছেন কুস্তিতে। হকি স্টিক ধরে গোটা বিশ্বের সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন ভারতীয় হকি দলের প্রাক্তন ক্যাপ্টেন সন্দীপ সিং। অপরদিকে কুস্তিতে বুক চিতিয়ে লড়াই করে গিয়েছেন ববিতা এবং যোগেশ্বর। তবে এতদিন পর্যন্ত খেলার মাঠের লড়াই হলেও এবার তাদের সামনে এক নতুন চ্যালেঞ্জ। এবং প্রত্যেকেই সেই নতুন … Read more