নিজের সতীর্থকে করোনার থেকেও খারাপ বলে দাবি করলেন ক্রিস গেইল।
দীর্ঘদিন ধরে প্রবল রাগে ফুঁসছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেইল। আর সেই রাগের প্রভাব এতটাই যে ‘দ্য ইউনিভার্স বস’ একদা তার সতীর্থ রামনরেশ সারওয়ানকে করোনা ভাইরাসের থেকেই ক্ষতিকর বলে মন্তব্য করলেন। গেলের মতে, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল জামাইকা তালাওয়াহস দলে সক্রিয় হয়ে রামনরেশ সারওয়ান নিজের প্রভাব খাটিয়ে সেই দল থেকে চলতি মরশুমে বাদ দিয়েছেন তাঁকে। উল্লেখ্য, … Read more