পাঁচ বছরে ১ কোটি চাকরি, পেট্রোল-বিদ্যুৎ ফ্রি! সমাজবাদী পার্টির ঘোষণাপত্রে বড় চমক
বাংলা হান্ট ডেস্কঃ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য তাদের ইশতেহার প্রকাশ করেছে। সমাজবাদী পার্টি তাদের ইশতেহারের নাম দিয়েছে বচন-পত্র। অখিলেশ যাদব এসপির ইস্তেহার সম্পর্কে বলেছেন যে, সমাজবাদী পার্টি সরকার গঠিত হলে সমস্ত ফসলের উপর MSP নির্ধারণ করা হবে। 15 দিনের মধ্যে আখ চাষিদের টাকা দেওয়া হবে। 4 বছরের মধ্যে সব কৃষককে ঋণমুক্ত করা … Read more