এবার বিভাসের ফ্ল্যাটে হানা ইডির, কুন্তলের মুখে কথা উঠতেই তদন্তে এল যোগসূত্র
বাংলাহান্ট ডেস্ক : কার্তিক বোস স্ট্রিটের এই ফ্ল্যাট প্রায় চার মাস ধরে সিল করা ছিল। এর আগেই ইনফোর্সমেন্ট ডিরেক্টেটেড (Enforcement Directorate) জানিয়েছিল, ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ছিলেন বিভাস অধিকারী। এই ফ্ল্যাটেই ছিল ওই অ্যাসোসিয়েশনের অফিস। স্থানীয়রা মঙ্গলবার দাবি করেন, তারা কয়েকজনকে ঢুকতে দেখেছেন বন্ধ ওই ফ্ল্যাটে। এলাকাবাসীর তরফে আরোও জানা যায় যে, ইডি … Read more