সুষমা স্বরাজের বায়োপিকে অভিনয়ের প্রস্তাব তাপসীর!

Published On:

বাংলা হান্ট ডেস্ক : সুষমা স্বরাজের মৃত্যুতে রাজনৈতিক মহলের পাশাপাশি বলিউড মহলও শোকাহত। বলিউডে অন্যান্যদের পাশাপাশি বলিউড অভিনেত্রী তাপসী পান্নুও জানালেন তাঁর সমবেদনা। তিনি জানালেন, ” আমার বিশ্বাস হচ্ছে না সুষমাজি নেই। ছোটবেলায় সব সময় সুষমাজির বক্তব্য শুনেছি টিভিতে। যখনই টিভিতে সুষমাজিকে বলতে শুনতাম তখন আমি সব কিছু ছেড়ে দাঁড়িয়ে পড়তাম। আমি তাঁর খুব বড় ভক্ত। উনি আর নেই এ কথা মানতে পারছি না। আমি যদি কখনও সুযোগ পাই তাহলে সুষমাজির বায়োপিকে অভিনয় করতে চাই।” তবে সুষমা স্বরাজের মৃত্যুতে স্বভাবতই হতাশ তাপসী পান্নু।

অভিনেত্রী শেয়ার করলেন তার ছোটোবেলার কথা, বললেন যখনই টিভিতে সুষমাজিকে বলতে শুনতাম তখন আমি সব কিছু ছেড়ে দাঁড়িয়ে পড়তাম।এখন যদি তাকে নিয়ে কোনো বায়োপিক হয় তবে অভিনেত্রীর স্বপ্নপূরণের পথে কয়েক ধাপ এগোনো যায়।