বাংলাহান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) রামনবমীর (Ram Nabami) মিছিলে অশান্তি হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে (West Bengal) হয়। লেখিকা তসলিমা নাসরিনের (Taslima Nasrin) সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল পড়েছে নেটপাড়ায়। রামনবমীর দিন মিছিল বেরোনোকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে হুগলীর রিষড়া। মাঝে উত্তপ্ত পরিস্থিতি সামলানো গেলেও সোমবার রাতে আবারো অশান্তির খবর পাওয়া যায়। সেই প্রেক্ষিতেই ঢাকা এবং পশ্চিমবঙ্গের মধ্যে তুলনা টানলেন লেখিকা।
তসলিমা লিখেছেন, ‘ঢাকায় হিন্দুদের রামনবমীর বিরাট মিছিল হয়, মিছিলে সারাক্ষণই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। কিন্তু মিছিলের জন্য কোনও অশান্তি সৃষ্টি হয় না। কেউ মিছিলে আক্রমণ করে না, মিছিল থেকেও কাউকে আক্রমণ করা হয় না।’

এরপরেই লেখিকার বক্তব্য, ‘অশান্তি পশ্চিমবঙ্গের রামনবমীর মিছিল ঘিরে হয় শুনেছি। ঢাকার মিছিলে তলোয়ার থাকে না কারও হাতে, কিন্তু পশ্চিমবঙ্গের মিছিলে অনেকের হাতে তলোয়ার থাকে, মোহররমের তাজিয়া বের করা মুসলমানদের হাতে যেমন তলোয়ার থাকে, তেমন তলোয়ার। তাহলে তলোয়ারই কি অশান্তির কারণ? রামনবমীর মিছিলের ওপর বাইরের কেউ আক্রমণ করে, নাকি মিছিল থেকে বাইরে আক্রমণ করা হয় জানিনা।’
তবে তুলনা টানলেও শেষে তসলিমা লিখেছেন, মিছিল সে যে ধর্মেরই হোক না কেন, বা বিনা ধর্মের মিছিল হোক, সেটা শান্তিপূর্ণ হওয়াটাই কাম্য। তসলিমার এই পোস্টের কমেন্ট বক্সে নানাজনে নানান প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই সমর্থনও করেছেন লেখিকাকে।
উল্লেখ্য, গত ৩০ মার্চ রামনবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলায় উৎসব পালন করা হয়েছিল। বেরিয়েছিল মিছিল। কিন্তু সর্বত্র মিছিল শান্তিপূর্ণ হয়নি। অশান্তি শুরু হয় হাওড়া থেকে যা পরে ছড়ায় রিষড়ায়। অস্ত্র মিছিলে ভাঙচুর, ইঁটবৃষ্টি ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ওই ঘটনার পর এলাকায় পুলিস মোতায়েন করা হয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। কিন্তু সোমবার রাতে ফের হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ট্রেন লক্ষ্য করে পাথর বৃষ্টির অভিযোগ ওঠে। ট্রেন পরিষেবা ব্যাহত হয়। পুলিস, র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ট্রেন চলাচল।





Made in India