বাংলাহান্ট- খবরের জের হুগলীর চুঁচুড়ায় বালিকা বানী বিদ্যামন্দিরে মিডডে মিলে নুন- ভাত কান্ডে সাসপেন্ড স্কুলের প্রাক্তন টিচার সুমিতা কুশারী ও বর্তমান টিচার ইনচার্জ পূর্বা মুখোপাধ্যায়।
২০১৬ জানুয়ারি থেকে ২২ জুলাই ২০১৯ পর্যন্ত সুমিতা কুশারী দায়িত্বে ছিলেন। তিনি পরে হুগলীর উত্তরপাড়ায় একটি স্কুলে দায়িত্ব নেন। অভিযোগ সুমিতা কুশারী সময় থেকে মিডডে মিলে গরমিল হয়েছে। অভিযোগ সেটা পূর্বা মুখোপাধ্যায় গরমিলের কথা স্কুল কর্তৃপক্ষকে জানাননি।

সূএের খবর আজ প্রশাসনের একটি টিম বালিকা বানী বিদ্যামন্দির স্কুলে পরিদর্শনে যাবেন।





Made in India