বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিয়ম রক্ষার ম্যাচে বিশাল জয় পেল ভারতীয় দল। রোহিত শর্মার ছুটির কারণে তার অনুপস্থিতিদের লোকেশ রাহুলের নেতৃত্বে আজ ভারতীয় দল নিয়ম রক্ষা তৃতীয় ওডিআই ম্যাচটি খেলতে মাঠে নেমেছিল চট্টগ্রামে। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন। এখানেই বড় ভুল করে ফেলেন বাংলাদেশ অধিনায়ক।
শিখর ধাওয়ানকে দ্রুত হারালেও এরপর ম্যাচের দখল নিয়ে নেন ঈশান কিষান এবং তিন নম্বরে নামা বিরাট কোহলি। বাংলাদেশ বোলিংকে নিয়ে ছেলেখেলা করেন দুজনেই। সপ্তম ক্রিকেটার এবং চতুর্থ ভারতীয় হিসেবে ওডিআই ফরম্যাটে দ্বিশতরানের দেখা পান ঈশান। ১৩১ বল খেলে ২১০ রান করে তাসকিন আহমেদের শিকার হন তিনি।

এরপর বিরাট কোহলিও নিজের শতরান সম্পূর্ণ করেন আগ্রাসী ভঙ্গিতেই। ২০১৯ সালের পর প্রথমবার পঞ্চাশ ওভারের ক্রিকেটে তিনি শতরান করলেন। এটি ছিল ওডিআই ক্রিকেটে তার ৪৪ তম শতরান। সর্বোচ্চ ওডিআই শতরানের হিসেবে তিনি কিংবদন্তি সচিন টেন্ডুলকারের চেয়ে পাঁচ ধাপ পিছিয়ে রয়েছেন। সেই সঙ্গে এটি ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের ৭২ তম শতরান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ শতরানের নিরিখে রিকি পন্টিংকে টপকে গেছেন তিনি।
বিরাট কোহলি ৯১ বলে ১১৩ রান করে সাকিব আল হাসানের শিকার হন। তাদের দুজনের অসাধারণ ইনিংসের সাথে সাথে ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেলের ক্যামিওতে ভর করে ভারতীয় দল রানের পাহাড় গড়ে বাংলাদেশের সামনে। ৫০ ওভারে ৮ উইকেট খুঁইয়ে ৪০৯ রান তোলে।
রাত তারা করতে দেবে একবারও বড় পার্টনারশিপ করে তুলতে পারেনি বাংলাদেশ। পঞ্চম ওভার থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে তারা। তিনটি উইকেট নেন শার্দূল ঠাকুর। দুটি করে উইকেট পেয়েছিলেন উমরান মালিক এবং অক্ষর প্যাটেল। উইকেট পেয়েছিলেন সিরাজ আর কুলদীপ যাদবও। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক সাকিব আল হাসান (৪৩)। ৩৪ ওভার ব্যাট করে ১৮২ রানে অল-আউট হয়ে যায় বাংলাদেশ। ২২৮ রানের ব্যবধানে জয় পায় ভারত।





Made in India