বাংলাহান্ট ডেস্ক : একদিন দেরিতেই এবার টিআরপি তালিকা প্রকাশিত হলো বাংলা সিরিয়ালগুলির। জি বাংলা (Zee Bangla) এবং স্টার জলসার (Star Jalsa) ধারাবাহিকগুলির সাপ্তাহিক ফলাফল কেমন হতে চলেছে, তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন নিয়মিত দর্শকরা। চলতি সপ্তাহে শেষ হতে চলেছে জি বাংলার ৩ ধারাবাহিক কার কাছে কই মনের কথা, অষ্টমী এবং আলোর কোলে।
স্টার জলসার জল থই থই ভালোবাসা সিরিয়ালটিও শেষ হয়ে গিয়েছে। চলতি সপ্তাহে টিআরপি তালিকা শীর্ষে রয়েছে ফুলকি। একদিকে রোহিত ফুলকির জমজমাট রসায়ন আর অন্যদিকে পারমিতার জীবনে হালকা ভালোবাসার ছোঁয়া। আবার রুদ্ররূপের আসল চেহারা ফাঁস করার জন্য ৬.৭ নম্বর পেয়ে প্রথম স্থানে ফুলকি। দ্বিতীয় স্থানে ৬.৫ নম্বর পেয়ে রয়েছে নিম ফুলের মধু।
আরোও পড়ুন : শেষমেশ রাগ গলে জল! মেয়ের বিয়েতে সায় দিলেন শত্রুঘ্ন, জড়িয়ে ধরলেন মুসলিম জামাইকেও
নিম ফুলের মধু ধারাবাহিকে পর্ণা-সৃজনের সম্পর্কের তৃতীয় ব্যক্তির আগমন, আর বর্ষার জীবনে চরম দুর্দশার ঘটনা নজর কেড়েছে দর্শকদের। কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে নকল সিঁদুর দান দেখিয়ে হাসির খোরাক থার্ড গার্ল শ্যামলী। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৩। এদিকে কথা সিরিয়ালে কথা-এভির রসায়ন জমে ক্ষীর। তাইতো চতুর্থ স্থানে রয়েছে এই সিরিয়াল।
আরোও পড়ুন : কয়লাকাণ্ডে CBI-র বড় অ্যাকশন! গ্রেফতার ইসিএল কর্তা-সহ ২, এবার সামনে আসবে বড় নাম?
তবে প্রথম পাঁচ থেকে ছিটকে গেল গীতা এলএলবি। জগদ্ধাত্রী রয়েছে পঞ্চমে। নতুন পুরনো বিভিন্ন সিরিয়ালের মাঝে এখনো পর্যন্ত সবচেয়ে পুরনো সিরিয়াল হিসেবে লড়াই চালিয়ে যাচ্ছে সূর্য-দীপার অনুরাগের ছোঁয়া। গীতাকে সরিয়ে যৌথভাবে ষষ্ঠ জনপ্রিয় সিরিয়ালের জায়গা দখল করেছে সূর্য দীপা জুটি। এবার দেখে নেওয়া যাক প্রথম দশে রইলো কারা?
প্রথম: ফুলকি (৬.৭)
দ্বিতীয়: নিম ফুলের মধু (৬.৫)
তৃতীয়: কোন গোপনে মন ভেসেছে (৬.৩)
চতুর্থ: কথা (৫.৯)
পঞ্চম: জগদ্ধাত্রী (৫.৩)
ষষ্ঠ: অনুরাগের ছোঁয়া/ জল থই থই ভালোবাসা (৫.১)
সপ্তম: গীতা (৫.০)
অষ্টম: বঁধুয়া (৪.৭)
নবম: রোশনাই/ উড়ান (৪.৪)
দশম: আলোর কোলে (৪.৩)

তবে শেষ লগ্নে এসে টিআরপি তালিকায় (Television Rating Point) জায়গা করে নিয়েছেন অপরাজিতা আঢ্য। গীতাকেও পিছনে ফেলেছেন কোজাগরী। জি বাংলায় শুরু হতে চলেছে তিন নতুন ধারাবাহিক ‘পুবের ময়না’ এবং ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। আগামী সপ্তাহ থেকে রাত ৯টা থেকে ১০.৩০ অবধি অর্থাৎ ৪৫ মিনিটের স্লটে সম্প্রচারিত হবে ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ ও মিঠিঝোরা সিরিয়াল।





Made in India