বাংলাহান্ট ডেস্কঃ সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে মুড়েছিল কলকাতা-সহ শহরতলী। বুধবার থেকেই শহরের বিভিন্ন অংশে শুরু হয়েছে হাল্কা বৃষ্টিপাত। বৃহস্পতিবারও শহরে হয়ে চলেছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবার সারাদিনই আকাশ থাকবে মেঘলা।
আজকের সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় খানিক বেশি। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৫ শতাংশ। আগামী দু-তিন দিন রাতের তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর।

সরস্বতী পুজোয় ভাসছে কলকাতা দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান সহ উত্তরবঙ্গের সবকটি জেলাই। আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃষ্টি কমলেই নামবে শহরের তাপমাত্রা। শেষ বেলায় জমিয়ে খেলবে শীত। বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও বৃষটি কমবে না উত্তরবঙ্গে। ৩১ তারিখ বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে ।
ই মরশুমে পশ্চিমি ঝঞ্ঝার খাম খেয়ালি পনার কারনে শীতের তেমন মজাটাই পায়নি কলকাতা বাসিরা। শীতের বেশীর ভাগটাই ছিল হয় তীব্র হাড় কাপানো শীত নয়তো হালকা থেকে মাঝারি বৃষ্টি। হঠাৎ করেই পশ্চিমি ঝঞ্ঝার কারনে সেই ইনিংস মন্থর হয়ে যাওয়ায় বারবার হতাশ হয়েছিল শীত প্রেমিরা।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বড়দিন হতে পারে শীতের উষ্ণতম দিন। নতুন বছরেও বৃষ্টি হয়েছে কয়েকবার। শীতও ফিরেছে বারবার স্বমহিমায় । কিন্তু আবহাওয়া বিদরা মনে করছেন, শেষ বেলায় ফেব্রুয়ারির প্রথম স্পতাহে আবার জাঁকিয়ে ফিরছে শীত।





Made in India