উত্তরাখণ্ড উত্তর ভারতের একটি রাজ্য, এটি ইশ্বরের দেবতার ভূমি নামেও পরিচিত। রাজ্যটি উত্তরে তিব্বত, পূর্বে নেপাল, পশ্চিমে হিমাচল প্রদেশ এবং দক্ষিণে উত্তর প্রদেশের সীমানা দিয়ে বেস্টিত। তীর্থস্থানগুলির জন্যও বিখ্যাত উত্তরাখন্ড ।
ভারতের বৃহত্তম নদী গঙ্গা ও যমুনার উত্স উত্তরাখন্ড। এখানেই দেবতাদের পুণ্যভূমি। দেরাদুন এই রাজ্যের রাজধানী পাশাপাশি এখানকার বৃহত্তম শহর। ভারতের এই গ্রামটি উত্তরাখণ্ডের গড়ওয়াল শহরে অবস্থিত।

উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে অবস্থিত কালাপ গ্রামটি রূপিন নদীর তীরে ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই এলাকায় জঙ্গল আর পাহার থাকার কারণে জায়গাটা মনোরম সুন্দর পর্যটন কেন্দ্র। আর এসবের মধ্যে আর কালাপের প্রধান মন্দিরটি পাণ্ডব ভাইদের একজন কর্ণকে উত্সর্গীকৃত।
কর্ণ মহারাজা উত্সব নামে একটি উত্সবও এই অঞ্চলে উদযাপিত হয়। জানুয়ারিতে, কালাপে সাধারণত একটি পান্ডব নৃত্য উৎসব হয়। এই উত্সবটি ১০ বছরের ব্যবধানে উদযাপিত হয়।উত্তরাখণ্ডের এই গ্রামের প্রাথমিক পেশা হ’ল কৃষিকাজ। এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের মাধ্যম কৃষিকাজ।





Made in India