বাংলা হান্ট ডেস্ক: পাকিস্তানের জমি থেকে ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলো সন্ত্রাসবাদী সংগঠনগুলি। পাক-অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরবাদ থেকে একটি ভিডিও প্রকাশ করে জঙ্গিরা। ভিডিও ফুটেজ প্রকাশ হওয়ার পরই তা ভাইরাল হয়ে যায়। হিজবুল মুজাহিদিন এবং ইউনাইটেড জিহাদ কাউন্সিলের মতো সংগঠনগুলিকে ভারতের ওপর আক্রমণ করার জন্য পাক সরকারই মদত দিচ্ছে বলে খবর।
গোয়েন্দা সূত্রে খবর, গত বৃহস্পতিবারই প্রেসক্লাবের সামনে মিছিল করে হিজবুল মুজাহিদিনের খালিদ সইফুল্লা এবং নইব আমিরের মতো সন্ত্রাসী নেতারা। সেখানে সরাসরি জিহাদের ডাক দেওয়া হয়। সম্প্রতি সংবিধানের ৩৭০ এবং ৩৫এ ধারা তুলে দিয়ে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেওয়ার পর ই ভারতের বিরুদ্ধে নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে পাক জেহাদিরা।
এদিকে, জাতিসংঘে কাশ্মীর ইস্যুতে সমর্থন পায়নি পাকিস্তান। রাষ্ট্রসঙ্ঘে কাছে প্রকাশ হল পাক-চিনের, কাশ্মীর ‘আভ্যন্তরীণ বিষয়’ জানাল ভারত। শুক্রবার যে ‘ঘরোয়া বৈঠক’ ডেকেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পায় নয়াদিল্লি। পরিস্থিতির পরিবর্তন না হলে হিজবুল ও তার জেহাদি দলকে পুরোপুরি কালো তালিকাভুক্ত করে দেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।





Made in India