বাংলাহান্ট ডেস্ক: ফের এক জঙ্গি শেষ হল পাকিস্তানে (Pakistan)। ১৫ ই মার্চ রাতে লস্কর-ই-তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা আবু কাতালকে হত্যা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জঙ্গি নেতা হাফিজ সঈদের ঘনিষ্ঠ ছিলেন আবু কাতাল। ভারতেও একাধিক জঙ্গি হামলার ষড়যন্ত্রে নাম ছিল তাঁর। সাম্প্রতিককালে অনেক সন্ত্রাসী পাকিস্তানের (Pakistan) আস্তানায় খুন হয়েছেন। এই আবু কাতালের বিরুদ্ধে গত বছর তীর্থযাত্রীদের উপরে হামলার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ছিল। সেই হামলায় নিহত হয়েছিলেন ১০ জন।
পাকিস্তানে (Pakistan) পরপর খুন ভারত বিরোধী জঙ্গি
২০২৪ সালে হাফিজ সঈদ ঘনিষ্ঠ আমির সরফরাজ খুন হন পাকিস্তানের (Pakistan)লাহোরে। নিজের আস্তানায় অজানা হত্যাকারীদের হাতে খুন হন তিনি। তার আগের বছর ২০২৩ এ খালিস্তান কম্যান্ডো ফোর্সের প্রধান তথা ভারতের বিরুদ্ধে চক্রান্তকারী পাঞ্জওয়াদকে গুলি করে হত্যা করা হয়। ওই বছরই হিজবুল মুজাহিদিনের লঞ্চিং কমান্ডার বশির আহমেদ পীরকে হত্যা করা হয় পাকিস্তানে (Pakistan)।

কারা কারা রয়েছে তালিকায়: ২০২৩ সালেই ইজাজ আহমেদ খুন হন আফগানিস্তানে। আল কায়েদার জন্য কাজ করতেন তিনি। ভারতে আইএস চালু করার পরিকল্পনাও ছিল তাঁর। ওই ঘটনার কিছুদিন পরেই খুন হন পাকিস্তান (Pakistan) আলবদরের প্রাক্তন কমান্ডার সৈয়দ খালিদ রাজা। ওই একই বছরে করাচিতে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের হাতে খুন হন আদনান আহমেদ ওরফে হানজালা আহমেদ। ততাঁর বিরুদ্ধে পাম্পোরে সিআরপিএফ এর উপরে হামলার অভিযোগ ছিল।
আরো পড়ুন : সুস্মিতার জন্য “স্পেশ্যাল” ব্যবস্থা, সাহেবের মুখে “ইঙ্গিতপূর্ণ” গান! দোলেই প্রেমে শিলমোহর কথা-এভির?
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ: ২০২৩ এর নভেম্বরে ভারত বিরোধী মাওলানা রেহামুল্লাহ খুন হন পাকিস্তানের (Pakistan) করাচিতে। ওই বছরই কয়েক দিনের ব্যবধানে পরপর খুন হন লস্কর জঙ্গি আকরাম খান এবং খাজা শহিদ। এই খাজা শহিদ ওরফে মিয়া মুজাহিদের বিরুদ্ধে ২০১৮ তে ভারতীয় সেনা ক্যাম্পে হামলার অভিযোগ ছিল।
আরো পড়ুন : হাতে বড় প্রকল্প! আচমকাই মুখ্যমন্ত্রীর বাসভবনে গৌতম আদানি, সামনে এল বড় আপডেট
২০২৩ এর অক্টোবরে অজ্ঞাত পরিচয় হত্যাকারীদের হাতে জইশ জঙ্গি শহিদ লফিত নিকেশ হন পাকিস্তানে। ওই বছরের মার্চ মাসে খাইবার পাখতুনখোওয়ায় হত্যা করা হয় সৈয়দ নূর শালোবার, যিনি কিনা ভারতে মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার আগে ২০২২ সালে মিস্ত্রি জহুর খুন হন পাকিস্তানে। কান্দাহার বিমান ছিনতাইয়ের অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।





Made in India