Bangla Hunt Desk: হাতি (Elephant) হত্যা নিয়ে কিছুদিন আগেই উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা দেশ। কেরলের গর্ভবতী হাতি হত্যাকে ঘিরে নিন্দায় সরব হয়ে উঠেছিল দেশবাসী। এই ঘটনার পর থেকেই বন্য পশু পাখিদের দেখভালের বিষয়ে আরও গুরুত্ব আরোপ করা হয়।
চিকিৎসার জন্য হাতি আনা হয়
দেশের আরও নানাবিধ সমস্যা সমাধানের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণও একটি গুরুত্বপূর্ণ সমস্যা। সম্প্রতি শুক্রবার মথুরা (Mathura) জেলার ফারাহের চুরমুরা হাতি সংরক্ষণ কেন্দ্রে ৫৫ বছর বয়সী একটি হাতি নিয়ে আসা হয়। এই হাতির নাম আর্য। জানা গিয়েছে এই হাতিটিকে ভিক্ষাবৃত্তির কাজে ব্যবহার করা হত। দেখা যায় হাতিটির একটি চোখ কোন ধারালো অস্ত্র দ্বারা আঘাত পেয়েছে।

হাতিটির একটি চোখ অন্ধ হয়ে গিয়েছে
বনবিভাগের তরফ থেকে এই হাতিটিকে ফারাহ হাসপাতালে দিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসকরা হাতিটিকে পরীক্ষা করতে গিয়ে জানতে পেরছে, তাঁর বাম চোখ মারাত্মক ভাবে জখম। হাতিটি চোখে আঘাত পাওয়ার কারণে অন্ধ হয়ে গিয়েছে। দেশের একমাত্র হাতি হাসপাতালে এই হাতির চিকিৎসা করা হবেও জানা গিয়েছে।
চিকিৎসা চলছে
SOS-এর উপ-পরিচালক ডাঃ ইলিয়া রাজা জানিয়েছেন, ৫৫ বছর বয়সি হাতি আর্য মারাত্মকভাবে অপুষ্টির স্বীকার। আর্য অনেকদিন ধরেই নানান সমস্যায় ভুগছে। আমাদের গোটা টিম ওর চিকিৎসার প্রতি নজর রেখেছে। সামনের কয়েকটা দিন ওর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

SOS-এর সিইও কার্তিক সত্যনারায়ণ বলেছেন, হাতির হাসপাতাল ধীরে ধীরে মানুষের কাছে আশার প্রতীক হয়ে উঠছে। অনেক হাতির মালিক বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে তাদের হাতিদের চিকিৎসার জন্য এখানে নিয়ে আসছে।





Made in India