এতদিন পর্যন্ত ক্রিকেট বিশ্ব দেখেছে ছয় বলে ছয় ছক্কা। যুবরাজ সিং এর ছয় বলে ছয়টি ছক্কা এতদিন বিশ্বরেকর্ড হিসেবে ছিল কিন্তু এবার ক্রিকেট বিশ্ব দেখলো পরপর সাত বলে সাতটি দুর্দান্ত ছক্কা। আফগানিস্তানে দুই ক্রিকেটার নাজিবুল্লাহ জাদরান এবং মহম্মদ নবি এইদিন সাতটি ছক্কা মেরে গড়লেন নয়া রেকর্ড।
এই মুহূর্তে ইংল্যান্ডের চলছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ সিরিজ। সেটির দিকেই মূলত নজর রেখেছেন ক্রিকেটপ্রেমীরা। অ্যাশেজে স্মিথের ব্যাটিং মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমীদের। সেই সাথে ইংল্যান্ডের বোলার জোফ্রা আর্চার মন কেড়ে নিয়েছেন সকলের। কিন্তু সেই সকল কে ছাপিয়ে গেল আফগানিস্তানের এই ব্যাটসম্যানের ব্যাটিং। এদের ব্যাটিং ক্রিকেট বিশ্বকে তাকাতে বাধ্য করল আফগানিস্তান ক্রিকেটের দিকে।

এই মুহূর্তে ঢাকায় চলছে একটি ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সেখানে অংশগ্রহণ করেছে আয়োজক দেশ বাংলাদেশ, আফগানিস্তান এবং জিম্বাবুয়ে। শনিবার সেই টুর্নামেন্টের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে। টসে জিতে জিম্বাবুয়ে অধিনায়ক ব্যাট করতে পাঠান আফগানিস্তানকে কিন্তু 16 ওভার শেষ হয়ে গেলেও আফগানিস্তানের রান ছিল মাত্র 123, সেই সময় হঠাৎ জ্বলে ওঠেন আফগান ব্যাটসম্যান নবি এবং জাদরান। তারপরের মাত্র দু ওভার থেকে এই দুজন ব্যাটসম্যান তুলে নেন 51 রান।
16.3 ওভার থেকে 17.3 ওভার পর্যন্ত পরপর সাতটি ছক্কা মারেন নবি এবং জাদরান। আর এই বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে 20 ওভার শেষে আফগানিস্তানের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় 197। কিন্তু এই সাতটি ছক্কার পরে 15 বলে মাত্র একটি ছক্কা মারতে সক্ষম হয় আফগানিস্তান দল।
আর এই দুই ব্যাটসম্যান ব্যাটসম্যানের বিধ্বংসী পার্টনারশিপের ফলে কার্যত ম্যাচটি হাতের বাইরে নিয়ে যায় জিম্বাবোয়ের। 197 রানের জবাবে ব্যাটিং করতে নেমে 20 ওভার শেষে 7 উইকেটের বিনিময়ে 169 রান তোলেন জিম্বাবুয়ে। এই জয়ের মধ্যে দিয়ে টানা আট ম্যাচে জিম্বাবুয়েকে হারালো আফগানিস্তান।
 
			 





 Made in India
 Made in India