বাংলাহান্ট ডেস্ক : বলিউডে (Bollywood) এমন বেশ কয়েকজন অভিনেত্রী রয়েছেন যাদের রূপে মুগ্ধ আপামর দেশবাসী। কেবলমাত্র পুরুষের নয় এই অভিনেত্রীরা ঘুম উড়িয়েছেন বহু মহিলাদেরও। মেদহীন শরীর, উজ্জ্বল ত্বক, বয়স বাড়লেও তাদের চেহারায় পরেনি একটুও ছাপ। দর্শকদের বিচারে এমন ৯ জন বলিউডের সেরা সুন্দরী কারা জানেন?
সুন্দর ত্বক পেতে চান না এমন মহিলা ভূ ভারতে নেই। কিন্তু চাইলেই তো আর অভিনেত্রীদের মতন পাওয়া যায় না ত্বক। তার জন্য করতে হয় কঠিন পরিশ্রম। তবে দর্শকদের বিচারে বলিজগতে সৌন্দর্য্যের তালিকায় আজও জ্বলজ্বল করছে বেশ কিছু অভিনেত্রীদের নাম। তাদের মধ্যে অনেকেই নেই ইহজগতে। অথচ থেকে গেছেন সৌন্দর্য্যের তালিকায়।

ঐশ্বর্য রাই বচ্চন : প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) জনপ্রিয়তা কেবলমাত্র ভারতে নয় সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। তার রূপের জাদুতে মুগ্ধ আপামর বিশ্ববাসী। বয়সের মধ্যগগনে এসেও আজও তিনি রাজত্ব চালিয়ে যাচ্ছেন বলি দুনিয়ায়।

হেমা মালিনী : ৮০ র দশকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন হেমা মালিনী (Hema Malini)। সকলের কাছে তিনি পরিচিত ‘ড্রিম গার্ল’ হিসেবেই। কেবলমাত্র সাধারণ মানুষ নয়। তাঁর রূপের যাদুতে মুগ্ধ বহু তারকারাও।

দীপিকা পাড়ুকোন : এই তালিকায় নিজের জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর হাসিতে মুগ্ধ আপামর বিশ্ববাসী। কেবলমাত্র বলিউড নয় ইতিমধ্যেই হলিউডেও নিজের ছাপ রেখেছেন রণবীর ঘরানী। তাঁর সৌন্দর্য্য ঘুম উড়িয়েছে বহু পুরুষের।

মাধুরী দীক্ষিত : অভিনয়ের পাশাপাশি নৃত্য শিল্পেও দক্ষ ৯০ এর দশকের জনপ্রিয় নায়িকা মাধুরী দীক্ষিত। জানা যায়, তাঁর সৌন্দর্য্যের কাছে হার মানতে হতো সে সময়ের বলি অভিনেত্রীদের। এমনকি ছবিতে কাজ করার জন্য অভিনেতার থেকে বেশি পারিশ্রমিক নিতেন তিনি।

মধুবালা : দর্শকদের বিচারে ৭০ এবং ৮০ দশকে বলিউড জগতের সেরা সুন্দরী ছিলেন তিনি। যদিও অভিনয় জগতে খুব একটা বেশি সময় দেখা যায়নি মধুবালাকে। তবে মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি পৌঁছে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে। অনেকেই আবার বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের চেহারা সঙ্গে মিল খুঁজে পেত মধুবালার।

শ্রীদেবী : সৌন্দর্য্যের দিক থেকে কোন অংশেই কম নন শ্রীদেবী। অনেকেই তাকে নাম দিয়েছিলেন, ‘এক্সপ্রেশন কুইন’। তিনি ইহজগতে না থাকলেও ভক্তদের মনে রয়ে গেছেন। অনেকেরই মতে শ্রীদেবীর জন্য যে জায়গা রয়েছে মনে, সেই স্থান অপূরণীয় আজও।
নার্গিস : বলি জগতের স্বর্ণযুগের নায়িকাদের মধ্যে ছিলেন নার্গিস। রাজ কাপুর এবং নার্গিসের জুটি প্রথম দেশবাসীকে প্রেম করতে শিখিয়েছিল। তাঁর সৌন্দর্য্যে মুগ্ধ ছিলেন বহু পুরুষ।

নুতন : ৬০ থেকে ৯০ এর দশক পর্যন্ত বলিউড কাঁপিয়েছেন এই অভিনেত্রী। তাঁর অভিনয় দক্ষতা এবং সৌন্দর্য্য মুগ্ধ করেছিল দর্শকদের।

সায়রা বানু : মধুবালাদের সমসাময়িক নায়িকা সায়রা বানু। যদিও বয়সে অনেকটাই ছোট ছিলেন তিনি। তবে তার সৌন্দর্য্য টেক্কা দিত বলি জগতের প্রথমসারির নায়িকাদের।





Made in India