বাংলাহান্ট ডেস্কঃ এমন কি আলোচনা চলচ্ছিল যে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) হল, আরা তা দেখে সাধারন মানুষ স্তম্ভিত। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কয়েক জন কূটনীতিক গভীর আলোচনা মগ্ন ছিলেন।
কারণ সেখানে এক কূটনৈতিক কর্তা এমন এক কাণ্ড করলেন যা দেখে তিনি সবার আছে হাসির পাত্র হয়ে উঠেছে। তবে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর সেটিকে ভূয়ো বলেও দাবি করেছেন ওই কূটনীতিক। ঘটনাটি ঘটেছে আমেরিকায় নিযুক্ত সাউথ সুদানের। কূটনীতিকের নাম গর্ডন বুয়ায় (Gordon Buay)।

সূত্রের খবর, গর্ডনের এই অদ্ভুদ কাণ্ডের কারণেই ভিডিয়ো কনফারেন্সে অংশ নেওয়া বাকিদেরও অপ্রস্তুত হতে হল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আটটি উইন্ডোতে কূটনীতিকরা আলোচনা করছেন।
আলোচনার মধ্যেই দেখা যায় একটি ইউন্ডোতে উপস্থিত কূটনীতিক বাথরুমের দিকে এগোচ্ছেন। তাঁর শরীরের নিচের অংশ কিছু পরা ছিল কিনা তাও বোঝা যাচ্ছে না। একটু পরের তাঁকে বাথরুমে পৌঁছতে দেখা যায়। সেখানে তাঁকে প্রস্রাবও করতেও দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে।
কূটনীতিকের এই কাণ্ড দেখে হাসাহাসিও শুরু করে দেন অন্য দুই কূটনীতিক। বাকিরা তো কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। আলোচনায় সেই সময় যিনি কথা বলছিলেন, তিনি বার বার যেন থমকে যাচ্ছিলেন। আসলে এমন একটা দৃশ্য যে তাঁদের ভিডিয়ো কনফারেন্সের সময় দেখতে হবে, তা মনে হয় কেউ আশা করেননি।
https://twitter.com/HillaryTaylorVI/status/1280942727367098379?s=20





Made in India