বাংলা হান্ট ডেস্কঃ করোনা (Coronavirus) মহামারীর মধ্যে গোটা বিশ্ব বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের (Omicron) হুমকির মুখে। অনেক দেশ আবার বিধিনিষেধ আরোপ করেছে এবং টিকাদান কর্মসূচিও জোরদার করা হচ্ছে। এদিকে ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে প্রথম মৃত্যুর ঘটনা প্রকাশ্যে এসেছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সোমবার দেশে করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন থেকে প্রথম রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর পাশাপাশি, ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে বিশ্বে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
ওমিক্রন থেকে প্রথম মৃত্যুর তথ্য ভাগ করে নেওয়ার সময় জনসন মানুষকে সতর্ক করে বলেন, ভাইরাসটির এই নতুন রূপটিকে ডেল্টার চেয়ে কম বিবেচনা করবেন না। এর পাশাপাশি, তিনি দেশের সকল যোগ্য ব্যক্তিদের প্রতি টিকার একটি বুস্টার ডোজ নেওয়ার জন্য আবেদনও করেছেন।

ওমিক্রন জরুরী প্রচারাভিযানের জন্য সচেতনতা বাড়াতে পশ্চিম লন্ডনের একটি ক্লিনিকে পরিদর্শন করার সময়, জনসন ভাইরাসের বিস্তার রোধে আগামী দিনে আরও বিধিনিষেধ আরোপ করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।





Made in India