বাংলা হান্ট ডেস্ক: সন্ত্রাসবাদে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার এবং মদত জোগানোর অভিযোগে বারংবার বিদ্ধ হয়েছে ভারতের পড়শি দেশ পাকিস্তান (Pakistan)। এমনকি, এই কারণে আন্তর্জাতিক মহলেও একাধিকবার মুখ পুড়েছে পাকিস্তানের। যদিও, সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের রুখতে পাকিস্তান আদৌ কোনও কড়া পদক্ষেপ গ্রহণ করেনি। বরং, পাকিস্তানের আশ্রয় থেকে বারংবার ভারতে হামলা ঘটিয়েছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। এদিকে, সাম্প্রতিক সময়ে পাহেলগাঁও হামলার ঘটনায় উত্তেজক পরিস্থিতির তৈরি হয় এই দু’টি দেশের মধ্যে।
চমকে দেবে পাক (Pakistan) সেনার মুখপাত্রের পরিচয়:
ঠিক এই আবহেই এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন পাকিস্তানের ISPR (Inter-Services Public Relations)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তাঁর পরিচয় জানতে পারার পরেই অবাক হয়েছেন সকলে। এই মুহূর্তে তিনি ভারতের সাথে সংঘাতের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের (Pakistan) হয়ে আন্তর্জাতিক মহলকে বার্তা দিচ্ছেন। অথচ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি নিজেই আন্তর্জাতিক স্তরে জঙ্গি ঘোষিত ব্যক্তির ছেলে বলে জানা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আহমেদ শরিফ চৌধরির বাবা সুলতান বশিরুদ্দিন মাহমুদ ছিল একজন ঘোষিত জঙ্গি। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, সুলতান বশিরুদ্দিন আমেরিকার ৯/১১ হামলার মূলচক্রী তথা আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, পেশায় পরমাণু বিজ্ঞানী সুলতান বশিরুদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ।
আরও পড়ুন: পাত্তাই পাবে না JF-17! পাকিস্তানের যুদ্ধবিমানের তুলনায় কতটা শক্তিশালী ভারতের রাফাল? জানুন বিশদে
বশিরুদ্দিনের বিরুদ্ধে তালিবান থেকে শুরু করে আল-কায়দাকে রাসায়নিক, জৈব এবং পরমাণু অস্ত্র নিয়ে তথ্য সরবরাহ করার অভিযোগ ছিল। এমনকি, বৈজ্ঞানিক মহলে তাঁর বিতর্কিত ধারণাও সামনে এসেছিল। বশিরুদ্দিন কাল্পনিক চরিত্র Djinn বা জ্বীনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করার কথা জানায়। প্রসঙ্গত উল্লেখ্য যে, সুলতান বশিরুদ্দিন পাকিস্তানের হয়ে একাধিক গোপন কাজকর্মে যুক্ত ছিল। তার প্রতিষ্ঠিত সংগঠন Ummah Tameer-E-Nau-কে ২০০১ সালে নিষিদ্ধ করে আমেরিকা। এর পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের আল-কায়দা স্যাংশন কমিটি ও আমেরিকার ফরেন অ্যাসেটস অফিসও তাকে নিষিদ্ধ করে বলে জানা যায়।
আরও পড়ুন: “ভারত আক্রমণ বন্ধ করলে আমরাও পিছিয়ে যাব”, ভয় পেয়ে সুর নরম পাকিস্তানের বিদেশমন্ত্রীর
আরও জানা গিয়েছে যে, সুলতান বশিরুদ্দিন পাকিস্তানের হয়ে প্লুটোনিয়াম বোমা বানানোর কাজে হাত দিয়েছিল। এদিকে, ২০০১ সালের নভেম্বর মাসে যখন তালিবান কাবুল ছেড়ে পালিয়ে যায়, সেই সময় বশিরুদ্দিনের কাজের নকশা উদ্ধার করা হয়। এমতাবস্থায়, কার্যত আমেরিকার চাপেই ২০০১ সালে বশিরুদ্দিনকে গ্রেফতার করে পাকিস্তানের ISI। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদে বশিরুদ্দিন লাদেনের সঙ্গে দেখা করার কথা মেনে নেয়। বর্তমানে অজ্ঞাতবাসে থাকা বশিরুদ্দিন বিজ্ঞানের সাথে ইসলামের সম্পর্ক নিয়ে বইও লিখছেন। তারই পুত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধরি এই মুহূর্তে পাক সেনার মুখপত্র পদে আসীন রয়েছেন। পাকিস্তান (Pakistan) সেনার ৩ টি তারকা প্রাপ্ত আধিকারিক হলেন আহমেদ শরিফ।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:





Made in India