বাংলাহান্ট ডেস্কঃ আবারও নৃশংসতার পরিচয় দিল নিজেরই রক্তের ছেলে। সম্পত্তির লোভে বৃদ্ধ বাবাকে উলঙ্গ করে মারধর করল ছেলে। দিনের পর দিন খেতে না দেওয়ার অভিযোগ উঠল পরিবারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরে (Haridebpur)। বৃদ্ধর নাম দেবদাস হালদার (৬৫)। পেশায় তিনি ব্যাঙ্ক কর্মচারী ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, শুধুমাত্র সম্পত্তির জন্য দীর্ঘদিন ধরে বাবাকে এক ঘরের মধ্যে অভুক্ত অবস্থায় রেখে তাকে মারধর করতো ছেলে সুরজিৎ হালদার। স্থানীয় লোকেরা কোনদিনও বুঝতে পারেনি।

সন্দেহ বশত স্থানীয় লোকেরা তাদের বাড়ির জানলা দিয়ে দেবদাসবাবুর অসহায় অবস্থা দেখতে যান। আর সেখানে গিয়ে দেখতে পান বৃদ্ধের অবস্থা। সঙ্গে সঙ্গে তারাই হরিদেবপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত ছেলে সুরজিৎ হালদারকে গ্রেফতার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।





Made in India