বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রাম-ইউটিউবের মত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করেন না এমন মানুষ কার্যত খুঁজে পাওয়া মুশকিল। এমনকি, এগুলির সাহায্যে দেশ-বিদেশের দৈনন্দিন বিভিন্ন আপডেটের পাশাপাশি পাওয়া যায় মনোরঞ্জনের জন্য নানান রকমের উপকরণও। যেগুলির মধ্যে এক্কেবারে প্রথম সারিতে থাকে ভাইরাল হওয়া সব ভিডিও।
এমতাবস্থায়, নাচ-গান-কমেডির মত একাধিক কন্টেন্টের ভিডিও সেখানে মজুত থাকলেও পশুপাখি সংক্রান্ত ভিডিওগুলি দেখতেই ভিড় জমান অধিকাংশ নেটিজেনরা। কারণ তাদের অকৃত্রিম সব আচরণ খুব সহজেই জয় করে নেয় সকলের মন। শুধু তাই নয়, মাঝেমধ্যে তাদের অবিশ্বাস্য সব কাণ্ডকারখানাও ফুটে ওঠে ভিডিওগুলিতে। সেই রেশ বজায় রেখেই এবার একটি মন ভাল করা ভিডিও সামনে এসেছে। যা দেখে আবেগাপ্লুত হয়েছেন নেটিজেনেরা।
এমনিতে হাতি হল এমন একটি প্রাণী যারা দলবদ্ধভাবে থাকতেই পছন্দ করে। পাশাপাশি মানুষের সঙ্গেও তাদের বন্ধুত্ব গড়ে ওঠে খুব সহজে। কিন্তু আমরা যে ভিডিওটির প্রসঙ্গের অবতারণা করছি সেখানে কার্যত দেখা গিয়েছে এক মনোমুগ্ধকর দৃশ্য। জলের তোড়ে ভেসে যাওয়া এক ব্যক্তিকে কার্যত বিপদের হাত থেকে বাঁচিয়ে সকলের মন জয় করে নিয়েছে একটি হাতি। এই দৃশ্যই ফুটে উঠেছে ভিডিওটিতে।
কি দেখা গিয়েছে ভিডিওটিতে? – সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি খরস্রোতা নদীতে কার্যত ভেসে যাচ্ছিলেন এক ব্যক্তি। এমতাবস্থায়, বিপদের আঁচ বুঝতে পেরেই তার দিকে ছুটে আসে এক হাতি। শুধু তাই নয়, তাঁর কাছে পৌঁছে তাঁকে জলের প্রবল স্রোতের হাত থেকেও রক্ষা করে সে। পাশাপাশি ডাঙ্গার একটি প্রান্তে নিয়ে এসে তাঁকে উদ্ধার করে হাতিটি। আর এই দৃশ্যই মুগ্ধ করেছে নেটাগরিকদের।
https://twitter.com/MorissaSchwartz/status/1543616950848425985?s=20&t=mG3kRCwZU-jhM9fNOB2ONg
এদিকে, কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়ে এই ভিডিও এখন পৌঁছে গিয়েছে সকলের কাছে। @MorissaSchwartz নামের এক ব্যবহারকারী টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন। যা ইতিমধ্যেই দেখে নিয়েছেন ৬২ লক্ষেরও বেশি মানুষ। শুধু তাই নয়, ভিডিওটিতে পাল্লা দিয়ে বাড়ছে লাইকের সংখ্যাও। যদিও ভিডিওটি দেখে মনে হয়েছে যে ওই ব্যক্তি নেহাত মজার ছলেই এমন কাণ্ড ঘটিয়েছেন। অর্থাৎ হাতিটিও ওই ব্যক্তিটিকে আগে থেকেই চিনত বলে মনে করছেন অনেকেই। এমতাবস্থায়, নেটাগরিকরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।





Made in India