বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হয়েছে। যদিও, ঠিক সেই আবহেই পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজের দাম (Onion Price)। দিল্লি থেকে মহারাষ্ট্র পর্যন্ত পাইকারি ও খুচরো বাজারে পেঁয়াজের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে দিল্লিতে ভালো মানের পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৫০ টাকায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে পেঁয়াজের এহেন দাম বৃদ্ধির পেছনে খারিফ ফসলের বিলম্ব দায়ী বলে মনে করা হচ্ছে।
পেঁয়াজের দাম কত বেড়েছে: এই প্রসঙ্গে ইকোনমিক টাইমসের একটি রিপোর্টে বলা হয়েছে যে, গত ১৫ দিনে বেঞ্চমার্ক লাসলগাঁও এপিএমসিতে পেঁয়াজের দাম প্রায় ৬০ শতাংশ এবং গত এক সপ্তাহে প্রায় ১৮ শতাংশ বেড়েছে। এই কারণে লাসলগাঁওয়ে পেঁয়াজের গড় দাম প্রতি কেজি ৩৮ টাকায় পৌঁছেছে। যা গত ১০ অক্টোবর ছিল প্রায় ২৪ টাকা।

অপরদিকে, আহমেদনগর জেলায় পেঁয়াজের দাম কেজি প্রতি ৪৫ টাকায় পৌঁছেছে। যা ১০ দিন আগে ছিল প্রায় ৩৫ টাকা। একই অবস্থা মহারাষ্ট্রের অধিকাংশ পেঁয়াজ উৎপাদনকারী জেলাগুলিতেও। যেখানে দাম রয়েছে প্রতি কেজিতে ৪৫ থেকে ৪৮ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: LPG থেকে GST! নভেম্বরেই বদল একাধিক নিয়মে, এখনই না জানলে পড়বেন দুর্ভোগে
পেঁয়াজের বর্ধিত দাম কতদিন বজায় থাকবে: মনে করা হচ্ছে, আগামী ডিসেম্বর পর্যন্ত পেঁয়াজের দাম বাড়তে পারে। আর এর পেছনের অন্যতম মূল কারণ হল, বাজারে খারিফ ফসল আসতে দুই মাস দেরি হওয়া।
সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পেঁয়াজের দাম কমাতে সরকারের পক্ষ থেকেও বিভিন্ন প্রচেষ্টা চলছে। গত ২৫ অগাস্ট, কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছিল। পাশাপাশি, নাফেডের কেনা পেঁয়াজ পাইকারি বাজারে বর্তমানের চেয়ে কম দামে বিক্রি শুরু করেছে সরকার।





Made in India