বাংলা হান্ট ডেস্ক: রতন টাটার (Ratan Tata) টাটা গ্রুপের (Tata Group) একাধিক কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে। অর্থাৎ, এই শেয়ারগুলির মাধ্যমে বিনিয়োগকারীরা বিপুলভাবে লাভবান হয়েছেন। সম্প্রতি টাটা গ্রুপের কোম্পানিগুলির শেয়ারে বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। ঠিক সেই রেশ বজায় রেখেই টাটা গ্রুপের কোম্পানি টাটা মোটরসের (Tata Motors) শেয়ারও বিপুলহারে রিটার্ন দিয়েছে।
মূলত, এই শেয়ার রীতিমতো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। এই সপ্তাহের শেষ ট্রেডিং দিনে অর্থাৎ শুক্রবার টাটা মোটরসের শেয়ার ৪ শতাংশ বেড়ে ৬২৪.৬৫ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। তবে, শেয়ারের এহেন বৃদ্ধির পেছনে কারণও রয়েছে। চলতি বছরের জুনে শেষ হওয়া ত্রৈমাসিকের মধ্যে কোম্পানির জাগুয়ার-ল্যান্ড রোভার (JLR) বিক্রয়ের রিপোর্ট করার পরে এই বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। এই শেয়ারগুলি ৬১৮.৪৫ টাকার স্তরে বন্ধ হয়েছে। এমতাবস্থায়, টাটা মোটরসের লং টার্মের ক্ষেত্রে বিনিয়োগকারীরা বর্তমানে বিপুলভাবে লাভবান হয়েছেন। শুধু তাই নয়, বিনিয়োগকারীরা আশা করছেন যে, এই শেয়ারের দাম আরও বৃদ্ধি পাবে।
বিনিয়োগকারীরা হয়েছেন লাভবান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের এই কোম্পানির মোট অভ্যন্তরীণ বিক্রয় এক শতাংশ বেড়ে ৮০,৩৮৩ ইউনিট হয়েছে। অপরদিকে, ঠিক এক বছর আগের এই একই মাসে এই হার ছিল ৭৯,৬০৬ ইউনিট। এদিকে, কোম্পানিটির শেয়ারেও বৃদ্ধি ঘটেছে।
পাশাপাশি, কোম্পানিটির মার্কেট ক্যাপ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকা। উল্লেখ্য যে, গত ২৬ ডিসেম্বর, ২০২২-এ, টাটা মোটরসের স্টক ৫২-সপ্তাহের সর্বনিম্ন ৩৭৫.৫০ টাকায় ট্রেডিং করেছিল। উল্লেখ্য যে, টাটা মোটরসের শেয়ার এক বছরে ৫২ শতাংশ বেড়েছে। পাশাপাশি, গত তিন বছরে এই শেয়ার ৪৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
কোম্পানির মুনাফা বৃদ্ধি: টাটা মোটরসের শেয়ারের আগের সর্বোচ্চ পরিমাণ ছিল ৬০৬ টাকা। এমতাবস্থায়, ৭ জুলাই টাটা মোটরসের শেয়ার এই স্তরকেও টেক্কা দিয়েছে। এই প্রসঙ্গে কোম্পানি সূত্রে জানা গিয়েছে, তাদের লাক্সারি সাবসিডিয়ারি কোম্পানি জাগুয়ার-ল্যান্ড রোভারের হোলসেল বিক্রির পরিমাণ (চিনে বিক্রি ব্যতীত) প্রথম ত্রৈমাসিকে ৯৩,২৫৩ ইউনিটে দাঁড়িয়েছে। যেটি তার আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকের তুলনায় ৩০ শতাংশ বেশি।

এদিকে, বিদেশি বাজারে কোম্পানির বিক্রির পরিমাণ আগের অর্থবর্ষের তুলনায় সর্বোচ্চ ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি, টাটা মোটরস জানিয়েছে যে, ত্রৈমাসিকের শেষে ১,৮৫,০০০ ক্লায়েন্ট অর্ডারের মাধ্যমে কোম্পানির অর্ডার বুক শক্তিশালী হয়েছে।





Made in India