বাংলা হান্ট ডেস্ক : সবেমাত্র শুরু হয়েছিল ছবির শুটিং। হঠাৎ করেই বন্ধ হয়ে গেল ‘বিনোদিনী: এক নটীর উপাখ্যান’ ছবির শুটিং। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্যে আসতেই চিন্তিত ভক্তমহল। অনেকেরই প্রশ্ন, হঠাৎ করে এমন কি হলো যে ছবির কাজ বন্ধ করতে হলো? যদিও জবাব দিয়েছেন খোদ পরিচালক রামকমল মুখোপাধ্যায়।
সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন রুক্মিণী সহ টিমের অন্যান্য সদস্যরা। সকলে আক্রান্ত ভাইরাল জ্বরে। আশা করছি সকলেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে’। তবে কেবলমাত্র পরিচালক নয়। অভিনেত্রী রুক্মিণী মৈত্র নিজের ইনস্টাগ্রামে তুলে ধরেছেন থার্মোমিটার। আর সেখানেই দেখা যাচ্ছে ১০২.২ ডিগ্রি জ্বরে আক্রান্ত তিনি।

পরিচালক রামকমল আরও লেখেন, ‘যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। অভিনেত্রী সহ আমার পুরো ডিরেক্টটোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, হেয়ার মেকআপ টিম সহ সকলেই ভাইরাল চলে আক্রান্ত। সকলে বর্তমানে সতর্কতার মধ্যে রয়েছেন’।

টলিউডে রচিত হতে চলেছে ইতিহাস। রামকমল মুখ্যোপাধ্যায় নিয়ে আসছেন ‘নটী বিনোদিনী’। মুখ্য চরিত্রে দেখা যাবে দেবের বান্ধবীকে। ছবি প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেন্টার্স এবং প্রমোদ ফ্লিমস। মুখ্য চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। শুরু হয়ে গেছিল ছবির শুটিং। তবে এক মাস যেতে না যেতেই বন্ধ হল কাজ।

বিনোদিনী রূপে রুক্মিণীর ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বয়স মাত্র ১১। সেই সময়েই বাংলা থিয়েটারের রূপ বদলে দিয়েছেলেন ‘নটী বিনোদিনী’। কখনও সীতা, তো কখনও প্রমীলা। নানান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন তিনি। রামকমলের ছবিতে উঠে আসবে সেই বিনোদিনীর বাস্তব চরিত্র। কিভাবে গিরিশ ঘোষের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। কিভাবে হন প্রতারণার শিকার। সবটাই তুলে ধরা হবে এই ছবিতে।





Made in India