বাংলাহান্ট ডেস্কঃ মাকে খুন করে গ্রেফতার হল ছেলে। বাগদা (Baghdad) থানার ঘাট পাতিলার পারুইপাড়ায়(Paruipara of Patiala) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে ৬১ বছরের সুমিত্রা বিশ্বাসকে (Sumitra Biswas) কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে তাঁর ছেলে জয়গোপাল বিশ্বাস।
ভোরে সুমিত্রাদেবীর আর্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের লোক। স্থানীয় বাসিন্দা পিন্টু বিশ্বাস বলেন,‘‘আমরা ছুটে এসে দেখতে পাই রক্তাক্ত অবস্থায় মাটির উপর পড়ে রয়েছেন সুমিত্র দেবী। পাশেই দাঁড়িয়েছিল জয়গোপাল। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় তাকে।’’

তদন্তে নেমে বাগদা থানা পুলিশ জানতে পেরেছে ১২ বছর আগে বিয়ে হয়েছিল জয়গোপালের। একটি ছেলে এবং একটি মেয়ে আছে তাদের। সাংসারিক অশান্তির কারণে স্ত্রী বাপের বাড়িতে চলে যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে ফোনে কথোপকথন হয়েছে জয়গোপালের। মাকে মেরে ফেললে স্ত্রী তার সঙ্গে সংসার করবে সেই ভেবেই মাকে খুন করেছে জয়গোপাল। বাগদা থানার আধিকারিকরা জানান, পুরো বিষয়টি জানতে জয়গোপালকে আরও জেরা করা দরকার। এদিনই বনগাঁ মহকুমা আদালতে তোলা হয় অভিযুক্তকে।
পড়শিরা জানান, জয়গোপালের মা ও স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। তার জেরেই শ্বশুরবাড়ি থেকে চলে যায় ওই বধূ। কিন্তু এই বিবাদের পরিণতি যে এমন হবে, ভাবতে পারেননি কেউ।





Made in India