বাংলা হান্ট ডেস্ক: তাজমহল (Taj Mahal), সমগ্ৰ ভারত তথা বিশ্ববাসীর কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় স্মৃতিসৌধ। এমনকি, ইতিমধ্যেই এটি বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাতেও স্থান পেয়েছে। মুঘল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজের স্মৃতিতে ভালোবাসার প্রতীক হিসেবে তৈরি করেছিলেন তাজমহল। তবে, এবার ভারতেই তৈরি হল দ্বিতীয় তাজমহলও। যেটি সম্পর্কে জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন আপনি। বর্তমান প্ৰতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
জানা গিয়েছে, এবার তামিলনাড়ুর তিরুবরুর জেলার আমিরুদ্দিন শেখ দাউদ নামের এক ব্যক্তি এই দ্বিতীয় তাজমহলটি তৈরি করিয়েছেন। তবে, শাহজাহান তাঁর স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করলেও আমিরুদ্দিন তাঁর মায়ের স্মৃতিতে এই স্মৃতিসৌধ গড়েছেন। এদিকে, এই দ্বিতীয় তাজমহলের বিষয়টি সামনে আসতেই তা অবাক করেছে সবাইকে।
মূলত, ২০২০ সালে আমিরুদ্দিনের মা জেলানি বিবি প্রয়াত হন। এদিকে, মায়ের মৃত্যুর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারছিলেন না আমিরুদ্দিন। তিনি জানান, তাঁর মা-ই তাঁদের কাছে শক্তি এবং প্রেমের প্রতীক ছিলেন। পাশাপাশি তিনি আরও বলেন, ১৯৮৯ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তাঁর বাবা।
সেইসময় তাঁর মায়ের বয়স ছিল মাত্র ৩০ বছর। তখন থেকেই নিজের পাঁচ সন্তানকে অত্যন্ত লড়াই করে মানুষ করেন তিনি। আমিরুদ্দিন জানান, “আমাদের সম্প্রদায়ে প্রথা থাকা সত্বেও আমার বাবার মৃত্যুর পর মা বিবাহ করেননি। সেই সময় আমি এবং আমার বোন খুবই ছোট ছিলাম। আমার মা আমাদের পরিবারের রক্ষা করার জন্য কঠিন লড়াই করেছেন। শুধু তাই নয়, তিনি আমাদের মেরুদন্ড ছিলেন এবং আমাদের বাবার ভূমিকাও তিনি পালন করেন।”
এদিকে, মায়ের মৃত্যুর প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “২০২০ সালে মায়ের মৃত্যু হওয়ার পর সেটি কিছুতেই আমার বিশ্বাস হচ্ছিল না। আমার এখনও মনে হয় যে মা আমাদের সঙ্গেই রয়েছেন। আমার কাছে তিরুবরুরে কিছু জমি ছিল। তাই, আমি আমার পরিবারকে জানিয়েছিলাম যে, মায়ের দেহ কবরস্থানের পরিবর্তে নিজের জমিতেই কবর দিতে চাই। আমি তাঁর স্মৃতিতে একটি স্মারক তৈরি করতে চেয়েছিলাম। তবে, আমার পরিবার আমার সেই সিদ্ধান্তে কোনো বাধা দেয়নি।”

তারপরেই আমিরুদ্দিন সেই লক্ষ্যে এগিয়ে যান এবং নির্মাণকর্মীদের সাথে যোগাযোগ করেন। এদিকে, তাঁরা আমিরুদ্দিনকে তাজমহলের প্রতিকৃতি বানানোর অর্থাৎ দ্বিতীয় তাজমহল তৈরির পরামর্শ দেন। যদিও, আমিরুদ্দিন প্রথমে এই বিষয়ে সম্মতি না দিলেও পরে তা মেনে নেন। এমতাবস্থায়, ২০২১ সালের ৩ জুন কাজ শুরু হয় এই স্মৃতিসৌধের। প্রায় ২০০-র বেশি কর্মী মিলে তৈরি করে ফেলেন দ্বিতীয় তাজমহল। জানা গিয়েছে, এটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা।





Made in India