বাংলাহান্ট ডেস্কঃ পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নানগরহার প্রদেশ নিয়ে জোর কোন্দল বেঁধে গিয়েছে পাকিস্তান (pakistan) এবং তালিবান (taliban) জঙ্গিদের মধ্যে। এই নিয়ে রবিবার আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সীমান্ত বরাবর বেড়া দেওয়ার কাজ শুরু করলে, পাকিস্তানের সেই কাজ ভেঙে গুঁড়িয়ে দেয় তালিবানরা। এমনকি তাঁদের গুলি করারও হুমকি দেওয়া হয়।
এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে। বিপাকে পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন। চাপে পড়ে কাবুলের তালিবান প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছে ইসলামাবাদ। তবে এই ঘটনার পর দুই দেশের সীমান্ত নির্ধারণকারী ডুরান্ড লাইন মানবে না বলে সাফ জানিয়ে দিল তালিবানরা।

এই বিষয়ে পাক সেনেটের চেয়ারম্যান তথা পিপিপি দলের নেতা রাজা রব্বানি বলেন, ‘ডুরান্ড লাইনকে স্বীকৃতি দিতে নারাজ তালিবানরা। তাহলে আমরা কেন সেই সরকারকে আন্তর্জাতিক মান্যতা পাইয়ে দেওয়ার চেষ্টা করব?’
প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করে নেওয়ার পরও, অতীত কাল থেকেই আফগানিস্তানের সঙ্গে সংঘর্ষ রয়েছে পাকিস্তানের। ১৯৪৭ সাল থেকেই ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি কোনও আফগান সরকার। তবে আফগানিস্তানের শাসন ভার তালিবানদের হাতে আসার পর থেকে, তাঁদের সমর্থন করতে দেখা যায় পাকিস্তানকে।
তাই পাক সরকার ভেবেছিল, এবার হয়ত ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেবে তালিবানরা। কিন্তু পাক সরকারের সেই আশায় জল ঢেলে দিল তালিবান জঙ্গিরা। স্বীকৃতি তো দিলই না, উলটে আফগানিস্তানের নানগরহার প্রদেশ নিয়ে জোর কোন্দল বেঁধে গেল দুই পক্ষের মধ্যে। এমনকি এবার পাকিস্তানি ফৌজের দেওয়া বেড়া উপড়ে দিয়ে পাক সেনাদের উপর গুলি চালানোর হুমকি দিল তালিবান জঙ্গিরা।





Made in India