বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনকে ঘিরে দল গড়ছে তৃণমূল (All India Trinamool Congress) বিজেপি সিপিএম সকলেই। সেইমত চলছে ভাঙ্গা গড়ার খেলাও। শয়ে শয়ে মানুষ এক দল থেকে অন্য দলে গিয়ে নাম লেখাচ্ছে। হাতে তুলে নিচ্ছে দলীয় পতাকাও। কিন্তু সবই তো ঠিক ছিল, তবে পূর্ব মেদিনীপুরের এক ঘটনায় তাজ্জব বনে গেল সকলে।
এতদিন ধরে শোনা যেত অর্থের লোভ সামলাতে না পেরে অনেক মানুষই দল বদল করে। কিন্তু এমনটা কখনই শোনা যায়নি, যে টাকার বদলে বিক্রি হয়ে গেল আস্ত পার্টি অফিসই! তাও আবার বিক্রি করলেন খোদ পার্টির এক বলিষ্ঠ সদস্যই।
তৃণমূলের পার্টি অফিস বিক্রির অভিযোগ
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের গঙ্গামারো গ্রামে। সেখানেই কোলাঘাটের গঙ্গামোড়ে দীর্ঘদিনের তৃণমূল একটি পার্টি অফিস বিক্রি হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকাজুড়েই। অভিযোগ উঠেছে, কোলাঘাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা বর্তমান তৃণমূল নেতা মানব কুমার সামন্ত বিগত ২০ দিন আগেই তৃণমূলের ওই পার্টি অসিফটি বিক্রি করে দেন।

বাখানবেড়িয়ার এক বাসিন্দা শেখ রাজার কাছেই তৃণমূল নেতা মানব কুমার সামন্ত প্রায় ৮ লক্ষ টাকায় ওই পার্টি অফিসটি বিক্রি করেছেন। এই ঘটনার জেরে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ব্লক সভাপতির কাছে অভিযোগ জানিয়েছেন দলের বাকি সদস্যরা।
বিরোধিতার সরব বিরোধীরা
এই ঘটনা প্রসঙ্গে সরব হয়েছেন বিরোধী দলনেতা তথা তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি নবারুন নায়েক। তাঁর কথায়, এই ঘটনাটি সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ ছাড়া কিছুই নয়’।
অভিযুক্ত তৃণমূল নেতার দাবি
তবে অভিযুক্ত তৃণমূল নেতা মানব কুমার সামন্ত নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ‘ওই জমিটা আমার ব্যক্তিগত সম্পত্তি ছিল। বর্তমানে সেটা আমার প্রয়োজনেই আমি বিক্রি করেছি। আমার বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে তা মিথ্যা’।





Made in India