বাংলা হান্ট ডেস্ক : এবার প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। কলকাতার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোটি কোটি টাকা কর মকুব করেছে রাজ্য সরকার। কর মকুবের জন্য আবেদন করেছিলেন স্বয়ং রাজ্যের পুর ও নগোরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ! যা নিয়ে প্রকাশ্যে তৈরি হয়েচে বিতর্ক। ঘটনাচক্রে এই বিশ্ববিদ্যালয়ই গত মাসে মুখ্যমন্ত্রীকে ডি.লিট দিয়েছে।
কী জানা যাচ্ছে? ২০১৪ সালে কলকাতার একটি নামি বেসরকারি কলেজ নিউটাউনের অ্যাকশন এরিয়া ৩-এ নিজেদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু করে। নিউটাউনে জমির দাম বা সম্পত্তির পরিমাণ হিসেবে করের মূল্য আকাশছোঁয়া। গণশক্তি প্রত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ‘প্ল্যান স্যাংশন ফি’ মকুব করা হয় রাজ্যপালের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে। মোট ৫৯ লক্ষ ৫০ হাজার ৭৫৫ টাকা কর মকুব করা হয়।
২০১৬ সালে দ্বিতীয় পর্যায়, অর্থাৎ, ‘রি-স্যাংশন ফি’ ১ কোটি ৪৮ লক্ষ ২০৬ টাকা মকুব করা হয়। তৃতীয় পর্যায়ে ২ কোটি ৭ লক্ষ ৬ হাজার ৮ টাকা কর মকুব করা হয়। মোট ৪ কোটি ৪১ লক্ষ ৫৬ হাজার ৯৬৯ টাকার কর ছাড় দেওয়া হয় ওই বিশ্ববিদ্যালয়টিকে।

তৃতীয় পর্যায়ের কর মকুব নিয়ে প্রশ্ন উঠছে বেশি। কারণ ২০১৯ সালে রাজ্যপাল পরিবর্তন হওয়ার পর নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথোরিটি (NKDA)-র কাছে কর মকুবের জন্য চিঠি পাঠায় ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এনকেডিএ তাতে সম্মতি দেয়নি। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যোগাযোগ করেন ফিরহাদ হাকিমের সাথে। ২০২২ সালের ২৩ এপ্রিল রাজ্যের মন্ত্রীকে চিঠি পাঠানো হয়।
২৬ এপ্রিল ফিরহাদ হাকিমের স্পেশাল ডেপুটেশন এনকেডিএ কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে কর মকুবের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। দীর্ঘ সময় পর ২০২৩ সালের ১৮ জানুয়ারি রাজ্যের অতিরিক্ত সচিবের দফতর মারফত এনকেডিএ-কে কর মকুবের জন্য চিঠি পাঠানো হয়। সেই কর মকুব করা হয়। এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।





Made in India