বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালের আসন্ন শিক্ষা বর্ষ থেকেই কমে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সিলেবাস। পড়ুয়াদের পড়াশোনার চাপ কমাতেই এবার এমনই উদ্যোগ নিতে চলেছে শিক্ষা সংসদ। জানা যাচ্ছে, একাধিক বিষয়ের পাঠক্রম পরিমার্জিত হতে চলেছে। ইতিমধ্যেই বাংলা, ইংরেজি, ইতিহাস, এবং ‘সায়েন্স অফ ওয়েলবিয়িং’-সহ বেশ কিছু বিষয়ের পাঠ্যক্রম পুনর্বিবেচনার জন্য সিলেবাস কমিটির কাছে পাঠিয়েছে শিক্ষা সংসদ।
উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) সিলেবাস থেকে বাদ একাধিক বিষয়
এপ্রসঙ্গে উচ্চ মাধ্যমিক (Higher Secondary) শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিৎ ভট্টাচার্য বলেছেন, ‘বেশ কয়েকটি বিষয়ের সিলেবাস ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে কঠিন হয়ে গিয়েছে। তা পরিমার্জন করা হবে। সিলেবাস কমিটি আমাদের রিপোর্ট দিলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব।’
ইতিমধ্যেই পাঠক্রমে থাকা একাধিক বিষয়বস্তু নিয়ে আপত্তি জানিয়েছেন শিক্ষকদের একটি বড় অংশ। তাঁদের তাদের বক্তব্য পাঠ্য বইতে এমন কিছু বিষয় রয়েছে যা পড়ার ক্ষেত্রে প্রথম সারির ছাত্র-ছাত্রীরা আগ্রহ হারাচ্ছেন। আবার এমন অনেক বিষয়বস্তু রয়েছে যা আবার প্রাসঙ্গিক না হওয়ায় ক্লাসে পড়াতেও বেশ অসুবিধা হচ্ছে।
ইতিমধ্যেই বেশ কয়েকটি সংগঠনের তরফে জমা পড়েছে চিঠি। সেখানে বেশ কিছু বিষয়ের একাধিক টপিক কঠিন বলেও চিঠি দেওয়া হয়েছে। এপ্রসঙ্গে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) বিভিন্ন বিষয়ে সিমেস্টার ভিত্তিক যে নতুন সিলেবাস করা হয়েছিল, তাতে বহু অসঙ্গতি রয়েছে। আমরা প্রথম থেকেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পরিমার্জনের দাবি জানিয়েছিলাম। সিলেবাস কমিটি তা গুরুত্ব দিয়ে দেখছে। সেই দাবি মেনে সিলেবাস পরিমার্জিত হতে চলেছে। বাস্তবসম্মত ভাবে সিলেবাস তৈরি হলে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকরা খুশি হবেন।’
আরও পড়ুন: আজ ফের ঝেঁপে বৃষ্টি? কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? আবহাওয়ার খবর
অন্যদিকে শিক্ষক মহলের বক্তব্য একাংশের বক্তব্য সিলেবাস বেশিরভাগই কলকাতা কেন্দ্রিক শহুরে। বিশেষ করে ইংরেজি সিলেবাসের ক্ষেত্রে এমন বহু বিষয় রয়েছে যা কঠিন নিরস এবং অপ্রাসঙ্গিক। কবিতাও বেশ কঠিন। এমন বহু প্রথম প্রজন্মের পড়ুয়া রয়েছেন যারা এই সমস্ত বিষয়ে পড়তে আগ্রহী নন। উল্টে তারা ইংরেজি বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন।

এপ্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেছেন, ‘বর্তমান শিক্ষাবর্ষে একাদশে নতুন পাঠ্যক্রম অনুযায়ী পঠন-পাঠন শুরু হয়েছে। বিভিন্ন বিষয়ের সিলেবাস নিয়ে শিক্ষা মহল থেকে অভিযোগ আসছিল। আমরাও কাউন্সিলকে আপত্তির কথা জানিয়েছিলাম। সেই আবেদনে সাড়া দিয়ে আগামী শিক্ষাবর্ষে তারা কিছু পরিমার্জন করবে শোনা যাচ্ছে। আমাদের দাবি, প্রতিটি স্বীকৃত শিক্ষক সংগঠনের সাথে কথা বলে তার পর সিদ্ধান্ত নিক সংসদ। তা হলে সিলেবাস নিয়ে ভবিষতে আর বিতর্ক হবে না।’





Made in India