বাংলাহান্ট ডেস্কঃ মারণরোগ করোনা ভাইরাসে (Corona Vairas) চীনে (Chaina) মৃতের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা প্রায় ২৮০০ জন এবং আক্রান্ত হয়েছেন প্রায় ৮০ হাজার জন। ভারত (India) থেকে গতকাল একটি বিমান চীনে পাঠানো হয়, প্রয়োজনীয় ওষুধ পত্র এবং সরঞ্জাম নিয়ে। এই বিমান ফেরার পথে চীনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনবে বলেও জানা গিয়েছে।

কোভিদ-১৯ (COVID -19) এর জন্য মোবাইল অয়ার্ল্ড কংগ্রেসের মতো বড় বড় ইভেন্টগুলো বাতিল হয়ে যাচ্ছে। আসন্ন ২০২০ টোকিও অলিম্পিকও (Tokyo Olympics) সংশয়ে রয়েছে। তবে খুশির খবর এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইতিমধ্যেই এর প্রতিষেধক বানাতে সক্ষম হয়েছেন বিজ্ঞানীরা (Scientists)।
এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য বিজ্ঞানীরা এর প্রতিষেধক বানাতে উঠে পড়ে লেগেছেন। অবশেষে মোদারেনা (Moderna) নামে একটি সংস্থা ঘোষনা করেছেন যে খুব শীঘ্রই এই করোন ভাইরাসের প্রতিষেধক বানানো হচ্ছে, যা মানুষের উপর প্রয়োগ করা হবে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রথম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে বেথেসভায় ন্যাশানাল ইনস্টিটিউট অব অ্যালার্জি এবং সংক্রামক রোগে মার্কিন সরকারগুলিতে এই ভ্যাকসিন (Vaccine) সরবরাহ করা হয়েছে। এটি প্রকাশ করে যে ভ্যাকসিনের দুটি ডোজ রয়েছে এবং সংক্রমণের বিরুদ্ধে তাঁকে বাঁচানোর জন্য দুটি ডোজ একটি প্রাপ্ত বয়স্কের জন্য তৈরি করা হয়েছে।গবেষকরা একটি ভ্যাকসিন মানুষের দেহে প্রবেশ করাবার আগে, সেটা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে নিচ্ছনে। যাতে এই ভ্যাকসিন প্রয়োগের পর মানুষের শরীরে কোন ক্ষতি না হয়ে যায়। আক্রান্ত ব্যক্তিদের ব্যবহারিত ওষুধের মাধ্যেম এই ভ্যাকসিন প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে।





Made in India