বাংলাহান্ট ডেস্কঃ তখন বাজে দুপুর ২ টো, ঠিক তখনই গুলির শব্দে কেঁপে উঠল রাইটার্স বিল্ডিং (Writers Building)। নিজের সার্ভিস রিভলবারের গুলিতে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর।
তিনি আত্মহত্যা করেছেন নাকি ভুল করে আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি বেরিয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনাটি ঘটেছে রাইটার্স বিল্ডিংসের ৬ নম্বর গেটের কাছে। ভিতরে কাছেই প্রেস কর্নার।

৬ নম্বর গেটের ভিতরে সাধারণ চেয়ার নিয়ে বসে থাকেন নিরাপত্তা রক্ষীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩ টে ৩৫ নাগাদ হঠাৎই গুলির শব্দ শোনা যায়। তা শুনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহাকরণে।

ছোটাছুটি পড়ে যায়। দেখা যায়, ৬ নম্বর গেটের কাছে এক পুলিশ কর্মী মাটিতে লুটিয়ে পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে। পাশে পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলবার।





Made in India