বাংলা হান্ট ডেস্কঃ এ যেন একেবারে ম্যাজিকের মতো । সাইকেলকে মটোর সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমানের এক যুবক । সাধারণ একটি সাইকেলকে অনায়াসে মোটর সাইকেল বানিয়ে দিতে এলাকার হিরো হয়ে গিয়েছে প্রীতম মণ্ডল।
পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা প্রীতম, পেশায় ব্লক অফিসের সরকারি কর্মী । তাঁরা মাথায় নাকি এই আইডিয়াটা আসে ইউটিউব দেখে । এরপরই সে ভাবনা চিন্তা করতে লাগল কীভাবে নিজের সাধারণ সাইকেলটি মোটর সাইকেলে পরিণত করা যায়! ভাবতে ভাবতে বেড়িয়ে এল উপায় অবশেষে! পুজোর সময় যে কুড়ি দিন সময় ছুটিতে কাটিয়েছিল প্রীতম তখনই অসাধ্য সাধন করে ফেলে সে ।

কিন্তু কীভাবে বানালো সে সাইকেল থেকে মটোর সাইকেল প্রীতম?
বর্ধমানের একটি দোকান থেকে প্রয়োজনমতো যন্ত্রাংশ কিনে আনা হল । তারপর ্নলাইনে ছোট লিথিয়ামান ব্যাটারি । তৈরি করতে লেগেছে মোটর, ব্যাটারি, কন্ট্রোলার, ব্রেক, লাইট, অন্ডিকেটর, তারের মাধ্যমে সংযুক্ত করেন । ব্যাস, এরপরেই তৈরি হয়ে গেল সাইকেল থেকে মোটর সাইকেল । মাত্র ১৩ হাজার টাকায় বানিয়ে ফেলেছেন ব্যাটারিচালিত মোটরসাইকেলটি । দশ এমপ্লিফায়ার ব্যাটারি ব্যবহার করে প্রায় কুড়ি কিলোমিটার যেতে পারা যাবে তার বানানো মটোর সাইকেল দিয়ে ।
প্রীতমের এমন নতুন আবিষ্কারে গর্বিত গুসকরার বাসিন্দারা । বর্ধমানের ওই যবক জানিয়েছেন, বেশি এমপ্লিফায়ার ব্যাটারি ব্যবহার করলে একবার চার্জ দিয়েই আরও বেশি দূরত্ব যাবে । ইউটিউবে যে ব্যাটারি ব্যবহারের কথা বলা ছিল তা অনেকটাই ওজনে ভারী । সে বুদ্ধি করে এজনে যাতে করে হালকা এবং দেখতেও সুন্দর হয়, সে জন্য ছোট ব্যাটারী কিনেছে । সাইকেলটি মটোর সাইকেল বানিয়ে এখন মহানন্দে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে প্রীতম ।





Made in India