বাংলা হান্ট ডেস্ক: তিনি হিন্দু ধর্মে (Hindu) বিশ্বাসী, এমনটাই মন্তব্য করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) রিপাবলিকান (Republican) রাষ্ট্রপতি পদপ্রার্থী বিবেক রামস্বামী (Vivek Ramaswamy)।
শনিবার ‘দ্য ডেইলি সিগন্যাল’ প্লাটফর্ম দ্বারা আয়োজিত ‘দ্য ফ্যামিলি লিডার’ ফোরামে ভারতীয়-আমেরিকান উদ্যোক্তা হিন্দু ধর্ম এবং খ্রিস্টধর্ম (Christian) নিয়ে কথা বলেন। সেই সময়ই তিনি বলেন, ‘আমার বিশ্বাস আমাকে স্বাধীনতা দেয়। আমার বিশ্বাস আমাকে এই রাষ্ট্রপতির প্রচারে নিয়ে গিয়েছে। আমি একজন হিন্দু। আমি বিশ্বাস করি যে একমাত্র সত্য ঈশ্বর আছেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের প্রত্যেককে এখানে একটি উদ্দেশ্যের জন্য রেখেছেন। আমাদের শিক্ষা আমাদের নৈতিক কর্তব্য। এগুলি ঈশ্বরের যন্ত্র। বিভিন্ন উপায়ে আমরা এইসবের মাধ্যমে কাজ করি। ঈশ্বর আমাদের প্রত্যেকের মধ্যে বসবাস করেন। এটাই আমাদের বিশ্বাসের মূল।’
এরপরই রিপাবলিকান নেতা বলেন, ‘আমি একটি ঐতিহ্যবাহী বাড়িতে বড় হয়েছি। আমার বাবা-মা আমাকে শিখিয়েছেন যে পরিবারই ভিত্তি। পিতা-মাতাকে সম্মান করুন।’ এরপরই খ্রিস্টধর্ম নিয়ে মন্তব্য করেন রামাস্বামী। তিনি বলেন, ‘আমি খ্রিস্টান হাইস্কুলে গিয়েছিলাম। সেখানে দশটি আদেশ শিখেছি। আমরা বাইবেল (Bible) পড়েছি, শাস্ত্রের ক্লাস করেছি, ঈশ্বরই বাস্তব। একজন সত্য ঈশ্বর রয়েছেন। মিথ্যে কথা বলবেন না, চুরি করবেন না, ব্যভিচার করবেন না। আমরা সেই সময় যে সমস্ত বিষয় শিখেছিলাম, সেগুলিই মূল্যবোধ। এগুলো হিন্দুদের নয়, এগুলি খ্রিস্টানদেরও নয়। এগুলি ঈশ্বরের।’

উল্লেখ্য, বিবেক রামস্বামীর জন্ম আমেরিকার (America) সিনসিনাটিতে। তাঁর মা-বাবা ভারতীয় ছিলেন। কেরল (Kerala) থেকে তাঁরা আমেরিকায় চলে যান। হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে বায়োলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন বিবেক। পরবর্তীতে আইন নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তাঁর বয়স ৩৮ বছর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকানদের মধ্যে কনিষ্ঠতম প্রার্থী হয়েছেন তিনি।





Made in India