বাংলা হান্ট ডেস্ক: আজ ১ অগাস্ট (August)। ইতিমধ্যেই চলতি বছরের অষ্টম মাসে পদার্পন করেছি আমরা। এদিকে, নতুন মাস শুরু হয়ে যাওয়ার পাশাপাশি একাধিক ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন কার্যকর হয়েছে। মূলত, প্রতি মাসের ১ তারিখে বিভিন্ন নিয়ম সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন সম্পন্ন হয়। অগাস্ট মাসেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এমতাবস্থায়, বাণিজ্যিক LPG সিলিন্ডারের (LPG Cylinder) দাম সহ ক্রেডিট কার্ডের (Credit Cards) নিয়ম ও ITR ফাইলের ওপর জরিমানা ছাড়াও বিভিন্ন পরিবর্তন লাগু হচ্ছে আজ থেকেই। যেগুলি অবশ্যই সবার জেনে রাখা প্রয়োজন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
১. বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বদল: প্রতি মাসের মতো এবারও বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে বদল করেছে অয়েল মার্কেটিং কোম্পানিগুলি। এই পরিবর্তনের পর গ্যাস সিলিন্ডারের দাম ১০০ টাকা কম হয়েছে। রাজধানী দিল্লিতে এই সিলিন্ডার এখন ১,৭৮০ টাকার পরিবর্তে ১,৬৮০ টাকায় পাওয়া যাবে। উল্লেখ্য যে, এর আগে গত ৪ জুলাই এই সিলিন্ডারের দাম বেড়েছিল ৭ টাকা।
২. ITR ফাইলের ক্ষেত্রে জরিমানা: জানিয়ে রাখি যে, গত ৩১ জুলাই, ২০২৩ পর্যন্ত ৬.৫ কোটিরও বেশি মানুষ ITR ফাইল করেছেন। কিন্তু আপনি যদি এরপরে ITR ফাইল করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে ৫,০০০ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। ১ অগাস্ট থেকে আপনি পেনাল্টি সহ ডিসেম্বর পর্যন্ত ITR ফাইল করতে পারবেন। এদিকে, দেরিতে ITR ফাইল করার জন্য, যাঁদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকা পর্যন্ত তাঁদের ১,০০০ টাকা এবং ৫ লক্ষ টাকার উপরে যাঁদের বার্ষিক আয় তাঁদের ৫,০০০ টাকা লেট ফি হিসেবে দিতে হবে।
৩. ফের বৃদ্ধি পেলে বিমানের জ্বলানির দাম: এবার ফের বৃদ্ধি পেল ATF (Aviation Turbine Fuel )-এর দাম। এই নিয়ে একটানা ২ মাস বৃদ্ধি পেল ATF-এর দাম। দিল্লিতে ATF-এর দামে ব্যাপক বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। সেখানে প্রতি কিলো-লিটারের দাম ৯৮,৫০৮.২৬ টাকায় পৌঁছেছে। এদিকে, কলকাতাতেও ATF-এর দাম বেড়েছে। যা বর্তমানে পৌঁছেছে ১,০৭,৩৮৩.০৮ টাকা প্রতি কিলো-লিটারে। মুম্বাইতে এই দাম বৃদ্ধি হয়ে পৌঁছে গিয়েছে ৯২,১২৪,১৩ টাকা প্রতি কিলো-লিটারে। পাশাপাশি, চেন্নাইতে ATF-এর দাম হল প্রতি কিলো-লিটারে বেড়ে হয়েছে ১,০২,৩৯১.৬৪ টাকা।
৪. ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়মে পরিবর্তন: জানিয়ে রাখি যে, অগাস্ট মাসে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য নিয়মে পরিবর্তন আনা হয়েছে। মূলত, অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের ক্যাশব্যাক এবং ইনসেনটিভ পয়েন্ট কমিয়েছে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ আগস্ট থেকে এটি কার্যকর করা হবে।

৫. ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক: এবার আগস্টে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। এই মাসে রাখি বন্ধন সহ একাধিক উৎসবের কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। যদিও, ওই সময়ে, আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারবেন।





Made in India