বাংলা hunt ডেস্ক : নয়ডার ” সেক্টর – ১০৪ ” , এখানকার একটি বাড়ির মালিক প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।এইবার সেই বাড়িতেই হলো চুরি।জানা গেছে বাড়িটি জনৈক বিক্রম সিং নামের একজন কে ভাড়া দিয়েছিলেন মাহি।
এবং ভাড়া নেওয়ার পর বাড়িতে কিছু ছোটোখাটো সংস্কার মূলক কাজ কর্ম শুরু করেছিলেন ওই ব্যক্তি ।এবং সেই সূত্রেই সেই বাড়িতে একাধিক ব্যক্তির আনাগোনা শুরু হয় সংস্কারের সূত্রে।এবং তাদেরই একজন ধোনির বাড়ি থেকে সরিয়ে দেয় একটি এল ই ডি টিভি, বিষয়টি নজরে আসলে পুলিশে খবর দেওয়া হয়,
পরবর্তী সময়ে পুলিশের জালে ধরা পড়ে চোর।যদিও টিভি ছাড়া আর কিছু চুরি গেছে কি না তা এখনও জানা যায় নি।





Made in India