সৌতিক চক্রবর্তী,শান্তিনিকেতন,বীরভূমঃ শান্তিনিকেতন থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজিৎ সাহুর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শান্তিনিকেতন থানার অন্তর্গত সীমান্তপল্লীতে।

বিশ্বভারতীর অধ্যাপক বিশ্বজিৎ সাহু জানান,“আমি পরশুদিন বিকাল পাঁচটা নাগাদ কলকাতার পথে রওনা দি। কিন্তু ফিরতে পরেরদিন সকাল হয়ে যায়। সেই সুযোগে কাজে লাগিয়েই চোরের দল চুরি করে পালিয়ে যায়। চুরি গিয়েছে নগদ কুড়ি হাজার টাকাসহ বিভিন্ন ইলেকট্রনিক্স বাদ্যযন্ত্র, দামি বেশকিছু নথিপত্র।ঘটনার পর গতকালকেই শান্তিনিকেতন থানার পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত করে যায়।” যদিও শান্তিনিকেতন থানার পুলিশ এখনও পর্যন্ত এই চুরির ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেননি।





Made in India