বাংলাহান্ট ডেস্ক : নতুন নতুন সিরিয়ালের (Serial) ঘোষণা করে দর্শকদের উত্তেজনা বাড়াচ্ছে স্টার জলসা। নতুন ধারাবাহিক ‘চিরসখা’ পথচলা শুরু করেছে সদ্য। এর মাঝেই আরেকটি নতুন সিরিয়াল (Serial) ‘পরশুরাম আজকের নায়ক’ এর ঘোষণাও সেরে ফেলেছে চ্যানেল। শুধু ঘোষণা নয়, রীতিমতো ধামাকাদার প্রোমোও এসে গিয়েছে আসন্ন সিরিয়ালের। কিন্তু এখানেই থামছে না জলসা।
পরপর নতুন সিরিয়াল (Serial) জলসায়
পরপর বেশ কয়েকটি চমক দিয়েছে চ্যানেলটি। চিরসখায় ফুটে উঠেছে মধ্যবয়স্ক দুই নারী পুরুষের ভিন্ন ধারার প্রেম কাহিনি। আসন্ন পরশুরাম সিরিয়ালটি (Serial) আবার নায়িকা নয়, নায়ক কেন্দ্রিক, যা বাংলা সিরিয়ালে বেশ নতুন ব্যাপার বলা যায়। তবে এর মাঝেই আরো একটি ধারাবাহিক শুরু হওয়ার গুঞ্জন তুঙ্গে উঠেছে।

কবে হবে প্রোমো শুট: যে সিরিয়ালের (Serial) কথা হচ্ছে সেটি আসতে চলেছে ক্রেজি আইডিয়াজ মিডিয়ার হাত ধরে। আর গুঞ্জন বলছে, এই মেগার মাধ্যমেই প্রথম বার জলসায় পা রাখতে চলেছেন অভিনেতা অভিষেক বীর শর্মা। নায়ক হিসেবে নতুন সিরিয়াল (Serial) আসতে চলেছে তাঁর। এবার শোনা গেল, খুব শীঘ্রই নাকি প্রোমো শুট হতে চলেছে এই ধারাবাহিকের। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই হতে পারে প্রোমো শুট।
আরো পড়ুন : হু হু করে কমছে সাবস্ক্রাইবার, প্রেস্টিজ “পাংচার”, মুখ পুড়তেই “দায়সারা” ক্ষমা চাইলেন রণবীর!
নায়িকা কে হচ্ছেন: শোনা গিয়েছিল, অভিষেকের বিপরীতে দেখা যেতে পারে কোনো নতুন নায়িকাকে। আপাতত তারই খোঁজ চলছে। প্রোমো সামনে আসলে জানা যাবে আসন্ন সিরিয়ালের (Serial) নামও। উল্লেখ্য, শেষবার কালার্স বাংলার ‘সোহাগ চাঁদ’ সিরিয়ালে (Serial) দেখা গিয়েছিল অভিষেককে। দু বছর চলার পর ২০২৪ এ শেষ হয় সিরিয়ালটি।
আরো পড়ুন : মোদীর মার্কিন সফরের আগেই মোক্ষম “ধাক্কা” ট্রাম্পের! মাথায় হাত ভারতীয় ব্যবসায়ীদের
ছোটপর্দার বেশ জনপ্রিয় মুখ অভিষেক। সরস্বতীর প্রেম, মৌয়ের বাড়ি, সোহাগ চাঁদ এর মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। তবে জল্পনা সত্যি হলে এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম বার স্টার জলসায় মুখ দেখাবেন অভিষেক।





Made in India