বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বছর বছর বেড়ে চলেছে গরম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসির (Air Conditioner) ব্যবহার। যে হারে প্রত্যেক বছর গ্রীষ্মের দাপট বাড়ছে, অধিকাংশ বাড়িতেই এখন দেখা যাচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের দাপট। এসির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বেড়ে চলেছে বিদ্যুতের খরচও। তাই এবার কেন্দ্রের তরফে নেওয়া হতে চলেছে বড় সিদ্ধান্ত। বিদ্যুৎ অপচয় রুখতে, খরচে লাগাম টানতে এবার এসির (Air Conditioner) তাপমাত্রা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার।
এসিতেও (Air Conditioner) তাপমাত্রা বেঁধে দেবে সরকার
এবার থেকে আর ইচ্ছা মতো এসির তাপমাত্রা কমানো বাড়ানো যাবে না। চাইলেই নিজের মনমর্জি মতো এসির তাপমাত্রা হেরফের করা যাবে না, মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল খট্টর জানালেন একথা। এসির তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামানো যাবে না, আবার ২৮ ডিগ্রির বেশি বাড়ানো যাবে না। এই প্রথম সরকারের তরফে এমন পদক্ষেপ করা হচ্ছে। বিদ্যুৎ বাঁচানোর লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
কী জানালেন কেন্দ্রীয় মন্ত্রী: কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এসির মান নির্ধারণে শীঘ্রই নতুন বিধান কার্যকর করা হবে। এসির (Air Conditioner) তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রাখতে হবে। এই প্রথম পরীক্ষামূলক ভাবে এমন পদক্ষেপ করা হচ্ছে সরকারের তরফে। গৃহস্থের বাড়িতে লাগানো এসির (Air Conditioner) পাশাপাশি গাড়ি, অফিস কাছারি সবেতেই চালু করা হবে এই নিয়ম। বিশেষজ্ঞরা বলছেন, এসির তাপমাত্রা যত কমানো হয়, বিদ্যুৎ খরচও তত বাড়ে। ১ ডিগ্রি তাপমাত্রা বাড়ালেও প্রায় ৬ শতাংশ কম বিদ্যুৎ খরচ বলে জানা যাচ্ছে। এভাবে ৩ গিগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ বাঁচানো সম্ভব।
আরো অনেক : জল আটকানোয় বেকায়দায় পাকিস্তান, প্রতিবেশীকে আরও কোণঠাসা করতে বড় ঘোষণা ভারতের
কমতে পারে বিদ্যুতের চাহিদা: রিপোর্ট বলছে, গত বছর গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা পৌঁছে গিয়েছিল সর্বোচ্চ ২৫০ গিগাওয়াটে। চলতি বছরে তা আরো বেড়ে পৌঁছে যেতে পারে ২৭০ গিগাওয়াটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা গেলে ২০৩৫ সালের মধ্যে ৬০ গিগাওয়াট পর্যন্ত চাহিদা কমতে পারে। অনেক সময়ই তাপমাত্রা যতটা কমানো থাকে ততটা প্রয়োজন পড়ে না। তবে তাপমাত্রা বেঁধে দেওয়া হলে যেমন বিদ্যুতের খরচ কমবে, তেমনি গ্রিন হাউস গ্যাসের নির্গমনও কমবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ১৯ তারিখ থেকেই বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি দক্ষিণ পূর্ব রেলের
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ঠিক করা হয়েছে, এসিতে (Air Conditioner) সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস রাখা হবে। এভাবে দেশের সর্বত্র এসির ব্যবহারে অভিন্নতা আনা গেলে সাশ্রয় হবে বিদ্যুৎ। তিনি এও জানান, ঘন্টায় ৩০ গিগাওয়াট বিদ্যুৎ ধরে রাখতে সক্ষম, এমন ব্যাটারি স্টোরেজ সিস্টেম তৈরির জন্য বিভিন্ন সংস্থাকে নির্দেশ দেওয়া হবে। এর জন্য দেশের সরকারের তরফে ৫ হাজার ৪০০ কোটি টাকার ভর্তুকি দেওয়া হবে বলে জানা গিয়েছে।