বাংলা হান্ট ডেস্ক: দেশজুড়ে এখন উৎসবের মরশুম চলছে। এমতাবস্থায়, একাধিক ব্যাঙ্ক (Bank) তাদের গ্রাহকদের আকৃষ্ট করতে নানা ধরণের অফার উপলব্ধ করছে। যেখানে বিভিন্ন ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজিটের হার আপডেট করছে, আবার কিছু ব্যাঙ্ক লোনের ক্ষেত্রে লাগু হওয়া সুদের হার কমানোর ঘোষণা করেছে।
লক্ষ লক্ষ গ্রাহককে ঝটকা দিক এই ব্যাঙ্ক (Bank):
বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি ব্যাঙ্কের (Bank) প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি উৎসবের মরশুমে গ্রাহকদের রীতিমতো ঝটকা দিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, এবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক তার সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমিয়েছে। গত বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অক্টোবর থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে বলেও জানা গিয়েছে।

৫ লক্ষ টাকার কম ব্যালেন্সে নতুন রেট প্রযোজ্য হবে: ব্যাঙ্কের (Bank) অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৫ লক্ষ টাকার নিচে সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছে। যার ফলে সুদের হার ৩.৫ শতাংশ থেকে কমে ৩ শতাংশ হয়েছে। এমন পরিস্থিতিতে দীপাবলির আগে ব্যাঙ্কের এই পদক্ষেপ গ্রাহকদের কাছে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য কোহলি! বেঙ্গালুরু টেস্টেই নয়া ইতিহাস গড়লেন বিরাট, ধন্য ধন্য করছে গোটা দেশ
জানিয়ে রাখি যে, আগে সেভিংস অ্যাকাউন্টের জন্য শুধুমাত্র দু’টি স্ল্যাব ছিল। প্রথমটি হল ৫০ লক্ষ টাকার কম ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলির জন্য। পাশাপাশি, দ্বিতীয়টি হল ৫০ লক্ষ টাকার বেশি ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলির জন্য। ব্যাঙ্ক তার গ্রাহকদের ৫০ লক্ষ টাকার কম ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলিতে ৩.৫ শতাংশ সুদ দেয়। এদিকে, ওই ব্যাঙ্ক (Bank) ৫০ লক্ষ টাকার বেশি ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলিতে ৪ শতাংশ সুদ প্রদান করে।
আরও পড়ুন: ফের বিরাট ধাক্কা খাবে পাকিস্তান? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গে ভারতের কাছ থেকে মিলল বড় ইঙ্গিত
NRI এবং MRO এত সুদ পাবেন: এখন এই ব্যাঙ্কের (Bank) তরফে লাগু করা নতুন স্ল্যাবের অধীনে, ৫ লক্ষ টাকার কম ব্যালেন্স সহ অ্যাকাউন্টগুলিতে মাত্র ৩ শতাংশ সুদ পাওয়া যাবে। উল্লেখ্য যে, NRE এবং NRO-দের ক্ষেত্রে ৫০ লক্ষ টাকার ওপরে ব্যালেন্সের জন্য সুদের হার হল বার্ষিক ৩.৫০ শতাংশ। জানা গেছে, সেভিংস অ্যাকাউন্টে সুদ গণনা করা হয় ২০১৬ সালের এপ্রিল মাসে থেকে প্রতি তিন মাস অন্তর। এমন পরিস্থিতিতে প্রতি বছর ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর, ৩১ ডিসেম্বর এবং ৩১ মার্চ ত্রৈমাসিক সুদ গণনা করা হয়।





Made in India