বাংলাহান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালে (Serial) নাকি এমন সব দৃশ্য মাঝে মাঝে দেখানো হয় যা বাস্তবের থেকে বহুদূরে। অনেক দৃশ্য নিয়ে ট্রোলিং হয়। আবার অনেক দৃশ্য দেখে মনে হয়, আরে এতো অমুক সিনেমার মতো! সম্প্রতি এমনি ঘটনার পুনরাবৃত্তি করল এক বাংলা সিরিয়ালে (Serial)। ঠাণ্ডার মধ্যে ‘অজান্তে’ মদ্যপান করে বেসামাল নায়িকা। আর তাকে সামলাতে গিয়ে হাল বেহাল নায়কের। ঠিক যেন ‘ডিডিএলজে’!
ডিডিএলজের দৃশ্য উঠে এল এই সিরিয়ালে (Serial)
দৃশ্যের বৃত্তান্ত শুনে তেমনটাই মনে হল তো নাকি? অনেক দর্শকেরও তেমনটাই মনে হয়েছে। সম্প্রতি স্টার জলসার ‘গৃহপ্রবেশ’ সিরিয়ালে (Serial) যেন ডিডিএলজের এক ঝলক দেখতে পেয়েছিলেন দর্শকরা। শুধু শাহরুখ কাজলের বদলে এখানে ছিলেন সুস্মিত মুখোপাধ্যায় এবং ঊষসী রায়। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের সেই বহুল জনপ্রিয় দৃশ্যটাই যেন পুনর্নির্মাণ করা হয়েছিল এই সিরিয়ালে (Serial)।

কী জানালেন নায়িকা: অভিনেত্রী ঊষসী রায় অবশ্য বলেন, অভিনয়ের সময় তাঁর অতশত মাথায় থাকে না। নয়তো চরিত্রটাই ঠিক ভাবে ফোটাতে পারবেন না। তবে অনেকে একথা বলছেন বলে শুনেছেন তিনিও। তবে তাঁর কথায়, পর্দায় যা ফুটে ওঠে তা অনেক সময় বাস্তবেও হয়। তাই অনেকে সিনেমার সঙ্গে মিল পান। তিনি নিজে অবশ্য দৃশ্যটির সঙ্গে কোনো ছবির মিল পাননি বলেই জানান।
আরো পড়ুন : দর্শকদের দাবিতে বদলে গেল ভাবনা, জি বাংলার এই সিরিয়াল নিয়ে বড় সিদ্ধান্ত চ্যানেলের
রোম্যান্টিক দৃশ্য নিয়ে অকপট অভিনেত্রী: এর আগেও অবশ্য একাধিক সিরিয়ালে (Serial) সিনেমার দৃশ্যের প্রভাব পড়েছে। এমনটা কি টিআরপি বাড়ানোর লক্ষ্যেই করা হয়ে থাকে? ঊষসীর উত্তর, চিত্রনাট্যে এমনটাই থাকে। গল্পে নায়ক নায়িকার প্রেম হবে, অথচ রোম্যান্টিক দৃশ্য থাকবে না, এমনটা তো হতে পারে না। তাই এই ধরণের দৃশ্য রাখতেই হয়।
আরো পড়ুন : টেকেনি বিয়ে, বলিউড অভিনেতার সঙ্গে প্রেমের গুঞ্জন! শোলাঙ্কি বললেন, ‘আমি এখনো…’
অভিনেত্রী আরো বলেন, এর মধ্যে টিআরপির দাবি তেমন থাকে না। তাছাড়া এই ধরণের রোম্যান্টিক দৃশ্যের জন্য নায়ক নায়িকাকে নাকি আলাদা করে বন্ধুত্বও করতে হয় না, স্পষ্ট কথা ঊষসীর।





Made in India