বাংলাহান্ট ডেস্ক : বলিউডে নায়ক হওয়া সহজ নয়। অনেকেই হিরো হওয়ার স্বপ্ন নিয়ে পা রাখেন এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু নায়ক তো দূর, অভিনেতা (Bollywood Actor) হিসেবেও কাঙ্খিত জনপ্রিয়তা পেয়ে ওঠেন না অনেকেই। বর্তমানে বলিউড অভিনেতাদের মধ্যে হলিউডে কাজ করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট থেকে ধনুষের মতো তারকারা পাড়ি দিচ্ছেন হলিউডে। তবে বলিউডের একজন অভিনেতা হলিউডে নয়, বরং পাড়ি দিয়েছিলেন ঢালিউডে।
বলিউড ছেড়ে বাংলাদেশে আসেন এই অভিনেতা (Bollywood Actor)
হ্যাঁ, ঠিকই পড়েছেন। হিন্দি ফিল্ম জগতের ওই অভিনেতা বাংলাদেশি ছবিতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন। এমনকি তিনি এতটাই খ্যাতি পেয়ে গিয়েছিলেন যে ‘বাংলাদেশের শাহরুখ খান’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন তিনি। বর্তমানে অবশ্য বলিউডেই কাজ করছেন অভিনেতা (Bollywood Actor)। এমনকি তাঁর কন্যাও যথেষ্ট নামী অভিনেত্রী হয়ে উঠেছেন।

বলিউডে তেমন জনপ্রিয়তা পাননি: কথা হচ্ছে চাঙ্কি পাণ্ডের বিষয়ে। সিনেপ্রেমীদের অনেকেই তাঁকে কমেডি চরিত্রাভিনেতা (Bollywood Actor) হিসেবে চিনলেও চাঙ্কির ডেবিউ হয়েছিল রোম্যান্টিক নায়ক হিসেবেই। ‘আগ হি আগ’ ছবি দিয়ে বলিউডে প্রবেশ তাঁর। তেজাব, আঁখের মতো বেশ কিছু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন চাঙ্কি। কিন্তু নায়ক হিসেবে নিজের প্রতিভা দেখানোর বিশেষ সুযোগ তিনি পাননি। কারণ সেই সময়েই শাহরুখ খান, সলমন খানরা রোম্যান্টিক ছবিতে আধিপত্য বিস্তার করেন। অন্যদিকে অ্যাকশন ঘরানায় ছিলেন অজয় দেবগণ, সুনীল শেট্টিরা। উপরন্তু এক নায়কের ছবির চাহিদা সে সময়ে তুঙ্গে ওঠে বলিউডে। ফলত এক কোণে পড়ে গিয়েছিলেন চাঙ্কি।
আরো পড়ুন : তিন মাসে পা দীপিকা কন্যা দুয়ার, নাতনির জন্য নিজের চুল দান করলেন ঠাকুমা অঞ্জু!
কার হাত ধরে বাংলাদেশে যান অভিনেতা: নায়কের চরিত্রে আর সুযোগ না পাওয়ায় বলিউড ছেড়ে বাংলাদেশি ছবিতে পা রাখেন চাঙ্কি। এক্ষেত্রে তাঁকে সাহায্য করেছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনিই নাকি তাঁকে জোর করে বাংলাদেশি ছবিতে নিয়ে আসেন। চাঙ্কি বলেন, সে সময় তাঁর অর্থের প্রয়োজন ছিল। আর ছবির পারিশ্রমিকও ভালো ছিল। তাই ঝুঁকি নিয়েই বাংলা ছবিতে এসেছিলেন তিনি। কিন্তু ছবিটি যে এত হিট হয়ে যাবে তা ভাবতেও পারেননি অভিনেতা (Bollywood Actor)। ১৯৯৫ থেকে ১৯৯৮ সালের মধ্যে ছয়টি বাংলাদেশি ছবিতে অভিনয় করেছিলেন চাঙ্কি। এর মধ্যে ঋতুপর্ণার সঙ্গে ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘ফুল আর পাথর’ এর মতো ছবি বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
আরো পড়ুন : তর্জন-গর্জনই সার! ভারত এই জিনিসগুলির রফতানি বন্ধ করলেই উজাড় হবে বাংলাদেশ, রইল তালিকা
ববাংলাদেশি ছবির সুপারহিট নায়ক হয়ে উঠেছিলেন চাঙ্কি। বাংলা সংষ্কৃতি এবং বাঙালিদেরও ভালোবেসে ফেলেন তিনি। ২০০০ সাল নাগাদ আবারো বলিউডে ফেরেন অভিনেতা। প্রথম দিকে তেমন জনপ্রিয়তা না পেলেও ‘হাউজফুল’ ছবির ‘আখরি পাস্তা’ চরিত্রটি তাঁর বলিউডি কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। তারপর থেকে কমেডি চরিত্রেই বেশি দেখা যায় চাঙ্কি পাণ্ডেকে।





Made in India