বাংলা হান্ট ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে সাম্প্রতিক সময়ে সেডান থেকে শুরু করে SUV প্রতিটি ক্ষেত্রেই কম্প্যাক্ট সাইজের গাড়ি বেশ জনপ্রিয়তা পাচ্ছে বাজারে। এদিকে, বর্তমানে আবার চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়িরও (Electric Cars)। এমতাবস্থায়, এই ট্রেন্ড অনুসরণ করা হচ্ছে EV-র ক্ষেত্রেও। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, এবার ভারতেই একটি “পুঁচকে” বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে ব্রিটিশ সংস্থা MG Motor। সংস্থার তরফে টুইট মারফত এই তথ্য সামনে নিয়ে আসা হয়েছে।
পাশাপাশি, ইতিমধ্যেই ওই গাড়িটির নামও কি হবে সেটিও জানা গিয়েছে। মূলত, সংস্থার তরফে ওই গাড়ির নাম দেওয়া হয়েছে MG Comet EV। জনপ্রিয় ব্রিটিশ এরোপ্লেন কমেটের নামেই এই বৈদ্যুতিক গাড়ির নামকরণ করা হয়েছে। এমতাবস্থায়, সবচেয়ে যেটি উল্লেখযোগ্য বিষয় সেটি হল, MG Comet EV-ই ভারতের সবচেয়ে ছোট হ্যাচব্যাক হতে চলেছে।
টেক্কা দিয়েছে Alto এবং NANO-কে: এমনকি, এটি দৈর্ঘ্যের বিচারে হারিয়ে দিয়েছে Alto এবং NANO-কেও। জানা গিয়েছে MG Comet EV-র দৈর্ঘ্য হল মাত্র 2.9 মিটার। অপরদিকে, মারুতি সুজুকি Alto-র দৈর্ঘ্য হল 3.4 মিটার। পাশাপাশি, টাটা NANO-র দৈর্ঘ্য হল 3 মিটার। অর্থাৎ, দৈর্ঘ্যের দিক থেকে MG Comet EV-ই হতে চলেছে সবথেকে ছোট হ্যাচব্যাক।
কবে নাগাদ হবে লঞ্চ: এমতাবস্থায়, মনে করা হচ্ছে যে চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে এই বৈদ্যুতিক গাড়িটি। তবে, এখনও লঞ্চের তারিখ সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি সংস্থার তরফে। তবে, বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী MG Comet EV-র দাম সম্পর্কে কিছুটা অনুমান করা হয়েছে। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, এই গাড়ির দাম থাকতে পারে ৯ লক্ষ টাকার মধ্যেই।

থাকবে দুর্দান্ত ফিচার্স: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বৈদ্যুতিক গাড়িটি এয়ার উলিং এয়ার ইভি-র উপর ভিত্তি করে তৈরি হবে। সেই কারণে গাড়িটিতে একাধিক ব্যাটারির দেখা মিলতে পারে। যেগুলির মধ্যে থাকতে পারে 17.3 kwh এবং 26.7 kwh-এর ব্যাটারি প্যাক। এদিকে, এগুলির মধ্যে প্রথম ব্যাটারিটি 200 কিলোমিটার এবং দ্বিতীয় ব্যাটারিটি 300 কিলোমিটারের রেঞ্জ প্রদান করতে সক্ষম। তবে, এই দুই ব্যাটারি প্যাকই 40 পিএস শক্তি উৎপন্ন করতে পারে বলেও জানা গিয়েছে। এছাড়াও, অন্যান্য ফিচার্সের মধ্যে থাকতে পারে ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, কানেক্টেড কার টেকনোলজি এবং অটো এসি ও টাচস্ক্রিন ডিসপ্লে। পাশাপাশি, নজর দেওয়া হবে সুরক্ষার ব্যবস্থাতেও। সেজন্য দেওয়া হতে পারে হিল হোল্ড অ্যাসিস্ট, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, একাধিক এয়ারব্যাগ এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মত ফিচার্সও।





Made in India