বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League) শুরু হতে আর বেশি বাকি নেই। নির্ধারিত সুচি অনুযায়ী, আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে T20 ক্রিকেটের এই মহাযুদ্ধ। যদিও, তার আগে নিজেদের দল থেকে নাম তুলে নিচ্ছেন একাধিক তারকা ক্রিকেটার। এমতাবস্থায়, IPL-এর আগে দল সাজাতে ব্যস্ত রয়েছে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) IPL শুরুর আগেই বড় ধাক্কা পেয়েছে।
কারণ, IPL শুরুর আগেই KKR শিবির থেকে বিদায় নিলেন বিশ্বের অন্যতম মারকুটে ব্যাটার। যদিও, এর আগে তিনি একাধিকবার ঠিক এইরকমই কাণ্ড ঘটিয়েছেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ওই ব্যাটারের IPL-এর পরিবর্তে প্রথম পছন্দ হয়ে উঠেছে পড়শি দেশের পাকিস্তান সুপার লিগ। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে যে, আমরা কোন ব্যাটারের বিষয় বলছি?

জানিয়ে রাখি যে, ইংল্যান্ডের ওপেনিং ব্যাটার জেসন রয় সম্প্রতি চলতি বছরের IPL থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এর আগেও তিনি এমন কাজ করেছেন। যেখানে IPL-এ খেলার প্রতিশ্রুতি দিয়ে তিনি শেষ পর্যন্ত খেলেননি। প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার বিষয়টি শুরু হয়েছে। তবে, এর পথিকৃৎ নিঃসন্দেহে ভারত। কারণ, IPL-এর সাফল্যের দিকটি মাথায় রেখেই ক্রমশ বিভিন্ন দেশে এহেন টুর্নামেন্ট শুরু করা হয়েছে। যেখানে বিশ্বের তারকা খেলোয়াড়েরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে চিন-মলদ্বীপের যৌথ চাল! ভারত মহাসাগরে নজর ২ টি চিনা গুপ্তচর জাহাজের, সতর্ক নৌসেনা
তবে, এটাও জানিয়ে রাখি যে প্রতিবছর IPL-এ যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় সেই পরিমাণ টাকা এহেন টুর্নামেন্টে আর কোথাও বিনিয়োগ করা হয় না। আর সেই কারণেই বিশ্বজুড়ে ক্রিকেটাররা IPL খেলার জন্য মুখিয়ে থাকেন। কিন্তু, এক্ষেত্রে রীতিমতো ব্যতিক্রমী হয়ে উঠেছেন জেসন রয়। যিনি IPL-এর তুলনায় পাকিস্তান প্রিমিয়ার লিগকেই বেশি প্রাধান্য দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, IPL-এর ২০২০ এবং ২০২২-এর মরশুম থেকেও আচমকাই নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেসন রয়। IPL ২০২৩-এর আগে KKR শিবির তাঁকে ১.৫ কোটি টাকায় দলে নেওয়ার পর চলতি মরশুমের জন্যও তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, এবারও IPL থেকে সরে গিয়ে KKR-এর পাশাপাশি BCCI-কেও রীতিমতো ধোঁকা দিলেন এই খেলোয়াড়।
আরও পড়ুন: কমবে জিনিসের দাম, হবে প্রচুর কর্মসংস্থান! ডবল সুখবর আম জনতার জন্য
যদিও, IPL শুরুর কয়েক সপ্তাহ আগেই জেসন রায়ের শূন্যতা পূরণের লক্ষ্যে বদলি ক্রিকেটারের নাম ইতিমধ্যেই ঘোষণা করেছে কলকাতা নাইট রাইডার্স। এক্ষেত্রে, বর্তমানে বিশ্বের অন্যতম দুর্ধর্ষ T20 ব্যাটারকে দলে নিয়ে এসেছে KKR। এমতাবস্থায়, জেসন রয়ের পরিবর্তে এবার নাইট শিবিরে জায়গা পাকা করলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ফিল সল্ট।





Made in India