রেখা নন, জয়াও নন, কলকাতায় এসে প্রথম এক মেয়ের প্রেমে পড়ে বিয়েও করতে চেয়েছিলেন অমিতাভ!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হাসতে হাসতে আশিতে পড়লেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শুধু বলিউড নয়, গোটা দেশও নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাঁর অনুরাগীরা। আজ বিগ বির জন্মদিনে সব জায়গা থেকে আসছে শুভেচ্ছা বার্তা। সেই সঙ্গে আরো একবার চর্চায় উঠে আসছে অমিতাভের ব‍্যক্তিগত জীবন।

রিল লাইফের মতো অভিনেতার রিয়েল লাইফটাও কম রঙিন নয়। জয়া বচ্চনের সঙ্গে বিয়ে করে বাংলার জামাই হলেও এখনো পর্যন্ত রেখার সঙ্গে অভিনেতার বিশেষ সম্পর্ক নিয়ে আলোচনা হয়। দুজনের ঘনিষ্ঠতার ব‍্যাপারে অমিতাভ নিজে কখনো কোনো মন্তব‍্য না করলেও রেখা একাধিক বার পরোক্ষে স্বীকার করেছেন সেকথা।


অনেকেই মনে করেন রেখাই সিনিয়র বচ্চনের প্রথম প্রেম। সে সম্পর্ক না টিকলে জয়াকে বিয়ে করেন বিগ বি। আসলে ব‍্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন‍্য। দুই নায়িকার মধ‍্যে কেউই অমিতাভের মন জয় করতে পারেননি প্রথমে। বরং এক সাধারণ মেয়ে প্রথম বার দোলা দিয়েছিল অভিনেতার হৃদয়ে।

অমিতাভের এক ঘনিষ্ঠ বন্ধু নাকি এ খবর ফাঁস করেছিলেন সংবাদ মাধ‍্যমে। চন্দা এক মরাঠি মেয়েকে মন দিয়েছিলেন অভিনেতা। এক থিয়েটারে আলাপ দুজনের। সে সময়ে কলকাতার কোম্পানিতে চাকরি করতেন অমিতাভ। ওই একই কোম্পানিতে চাকরি করতেন মেয়েটিও। শোনা যায়, তিন বছর ধরে সম্পর্কে ছিলেন তাঁরা। বিয়েও করতে চেয়েছিলেন অমিতাভ। কিন্তু ততদূর আর এগোয়নি সম্পর্কটা।

এরপরেই কলকাতা থেকে মুম্বই চলে আসেন অমিতাভ। অভিনয়ে কেরিয়ার শুরু করেন তিনি। পরপর বেশ কয়েকটি ফ্লপ ছবির পর ‘জঞ্জির’এ অমিতাভ জয়ার জুটি সুপারহিট হয়। ঠিক হয়েছিল লন্ডনে গিয়ে ছবির সাফল‍্য উদযাপন করা হবে। অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন যখন শোনেন যে জয়াও যাবেন লন্ডনে, তখন তিনি বলেন আগে বিয়ে করে তারপরেই যেতে পারবেন দুজনে। এরপরেই ১৯৭৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন অমিতাভ জয়া।