বাংলাহান্ট ডেস্ক : সময় এগোনোর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দূষণ। দেশের (India) একাধিক রাজ্য তথা শহরে দূষণের মাত্রা চিন্তা বাড়িয়ে তুলেছে সরকারের। বিশেষ বিশেষ সময়ে দূষণ মাত্রা ছাড়া হয়ে উঠতেও দেখা যায়। এর ফলে পরিবেশে যেমন সুদূরপ্রসারী প্রভাব পড়ছে, তেমনি মানুষের স্বাস্থ্যেও বড়সড় ক্ষতি হচ্ছে। তাই এবার দূষণ নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ করতে চলেছে সরকার। নিষিদ্ধ হয়ে যেতে পারে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি। তার বদলে বৈদ্যুতিক, সিএনজি এবং হাইব্রিড গাড়ি ব্যবহারে বেশি উৎসাহ দেওয়া হবে।
পেট্রোল এবং ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা শহরে (India)
প্রতি বছরই দিল্লির দূষণ জ্বলন্ত সমস্যা হয়ে মাথাব্যথা বাড়িয়ে তুলছে কেন্দ্রের (India)। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকায় নাম তুলে দেশের রাজধানী হিসেবে লজ্জার নজির গড়েছে দিল্লি। তাই এবার দূষণে লাগাম টানতে উঠেপড়ে লাগল সরকার। জানা গিয়েছে, দিল্লি এবং এনসিআর অঞ্চলে ধাপে ধাপে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির ব্যবহার কমানো হতে পারে। রিপোর্ট বলছে, প্রথমে দিল্লি শহরে পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি নিষিদ্ধ করতে পারে সরকার। এরপর ধাপে ধাপে গুরুগ্রাম, গাজিয়াবাদ, গৌতম বুদ্ধ নগরে নিষিদ্ধ করা হবে পেট্রোল এবং ডিজেলের যানবাহন।

কী ব্যবস্থা নিচ্ছে সরকার: আরো জানা যাচ্ছে, নতুন গাড়ি এবং মোটরসাইকেলের জন্য শুধুমাত্র পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের অনুমতি দেওয়া হতে পারে ২০২৫ সালের মধ্যে। যদিও ২০২৫-২৬ অর্থবর্ষ থেকেই কিছু কিছু নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে বলে খবর। মনে করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে দিল্লিতে বৈদ্যুতিক এবং সিএনজি বাসের রেজিস্ট্রেশনই শুধুমাত্র করা হবে।
আরো পড়ুন : সাক্ষাৎ মৃত্যুপুরী মায়ানমার, ধ্বংসাবশেষ সরাতে গিয়ে যা দেখলেন উদ্ধারকারীরা… শুনলে শিউরে উঠবেন!
জারি হবে নিষেধাজ্ঞা: বর্তমানে বৈদ্যুতিক বা সিএনজি চালিত যানবাহনের ব্যবহার অনেকটাই সীমিত রয়েছে। সেক্ষেত্রে অনেকের কাছেই পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ি (India) না থাকার কথা মাথায় রেখেই সম্ভবত নেওয়া হবে সিদ্ধান্ত। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে কিছুটা সময় অতিরিক্ত দেওয়া হতে পারে। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও ২০২৭ সাল পর্যন্ত বাড়ানো হতে পারে নিষেধাজ্ঞা। পাশাপাশি ডিজেল এবং পেট্রোল চালিত গাড়ি বিক্রির ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে।
আরো পড়ুন : ৪০ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, নাসার মিশনে মহাকাশে পাড়ি দিচ্ছেন ভারতীয় শুভাংশু শুক্লা
দিল্লিতে সম্প্রতি রাজনৈতিক পালাবদল হয়েছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় এসে দূষণ নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। ড্রোন মিস্ট স্প্রিঙ্কলার, আউট এয়ার পিউরিফায়ারের পাশাপাশি এয়ার কোয়ালিটি মনিটর করার ব্যবস্থাও উন্নত করা হয়েছে। অতিরিক্ত দূষিত এলাকাগুলিতে মিস্ট স্প্রিঙ্কলার এর ব্যবহার বাড়ানো হয়েছে।





Made in India