বাংলাহান্ট ডেস্ক: পুজোর মুখেই জন্মদিন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ৬০ এ পা দিলেন তিনি। জন্মদিনের দিনই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘কাছের মানুষ’। আর পঞ্চমীর দিনটা তিনি উদযাপনও করলেন নিজের ‘কাছের মানুষ’দের সঙ্গে। সোনারপুরে ‘আপনজন’ হোমে বিশেষ ভাবে সক্ষম শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রসেনজিৎ।
বিগত বেশ অনেক বছর ধরেই সোনারপুরের ওই হোমে নিজের জন্মদিন উদযাপন করেন ‘ইন্ডাস্ট্রি’। HIV আক্রান্ত এবং বিশেষ ভাবে সক্ষম কয়েকজন শিশুর সঙ্গে নিজের বিশেষ দিনটা কাটানোর চেষ্টা করেন তিনি। শুধু গত দু বছর করোনার বাড়বাড়ন্তর জন্য হোমের বাচ্চাদের কাছে আসতে পারেননি প্রসেনজিৎ। তাই এ বছরে সময় পেয়েই হোমে পৌঁছে গিয়েছেন তিনি।

সংবাদ মাধ্যমকে প্রসেনজিৎ বলেন, তাঁর জন্মদিন প্রতিবার পুজোর আগে আগেই পড়ে। আর এই সময়টা বেশ ব্যস্ততায় কাটে তাঁর। পুজোর সময়ে ছবি মুক্তির ব্যাপার থাকে। এছাড়া ব্যক্তিগত জীবনে কিছু প্রতিশ্রুতি পালন করতে হয়, অনেক অনুরাগীরাও বাড়িতে দেখা করতে আসেন। সব মিলিয়ে ব্যস্ততায় সময় কাটে।
তার মধ্যেই সময় করে সোনারপুরের হোমে আসার চেষ্টা করেন প্রসেনজিৎ। এখানে এসে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগে তাঁর। এদিন হোমের শিশুদের হাতে পায়েস খেয়েছেন প্রসেনজিৎ। তারপর একসঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছেন। শিশুদের নিজের হাতে খাবারও পরিবেশন করেছেন তিনি।
জন্মদিনের আগের রাত থেকেই সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে প্রসেনজিতের। শহরের এক নামী পাবে পার্টিতে মজেছিলেন দেব প্রসেনজিৎ। দুই ‘কাছের মানুষ’ এর সঙ্গে দেখা মিলল নুসরত জাহান এবং যশ দাশগুপ্তেরও। ছিলেন এসভিএফ প্রযোজনা সংস্থার কর্ণধার শ্রীকান্ত মোহতা। একসঙ্গে একগুচ্ছ ছবি তুলেছেন দেব, নুসরত, প্রসেনজিৎ, যশ।





Made in India