বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের (India) আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার মন্দির। যেগুলির মধ্যে এমন কিছু মন্দির রয়েছে যেগুলির ইতিহাস এবং অনবদ্য সব বৈশিষ্ট্য খুব সহজেই অবাক করে দেয় সবাইকে। আর সেই কারণেই মন্দিরগুলিতে ভক্তদের ভিড়ও উপচে পড়ে। ঠিক সেই রকমই এক জনপ্রিয় মন্দির হল কেদারনাথ মন্দির (Kedarnath Temple)।
প্রতি বছরই হাজার হাজার ভক্ত কেদারনাথ মন্দিরে আসেন। তবে, অনেকেই এই মন্দিরটিকেই বিশ্বের উচ্চতম শিব মন্দির হিসেবে মনে করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেদারনাথ মন্দির কিন্তু বিশ্বের উচ্চতম শিব মন্দির নয়। বরং এই তকমা রয়েছে উত্তরাখণ্ডেরই আরেকটি শিব মন্দিরের কাছে। বর্তমান প্রতিবেদনে আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।
প্রথমেই জানিয়ে রাখি যে, দেবভূমি উত্তরাখন্ডকে “শিবের ভূমি”-ও বলা হয়ে থাকে। ভগবান শিব সেখানে বিভিন্ন রূপে বিরাজমান রয়েছেন। এদিকে ওই দেবভূমিতে কেদারনাথ থেকে বদ্রীনাথ পর্যন্ত একাধিক বিখ্যাত মন্দির রয়েছে। যেখানে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের পুজো করা হয়।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সেখানে শুধুমাত্র কেদারনাথই নয় বরং পঞ্চ কেদারের দেখা মেলে। অর্থাৎ সেখানে ভগবান শিবের পাঁচটি মন্দির রয়েছে। যেগুলির মধ্যে কেদারনাথ, তুঙ্গনাথ, রুদ্রনাথ মধ্যমহেশ্বর এবং কল্পেশ্বর সামিল রয়েছে।
এবারে আসি বিশ্বের সবথেকে উচ্চতম শিব মন্দিরের প্রসঙ্গে। উল্লেখ্য যে, তুঙ্গনাথ মন্দিরটিকে বিশ্বের সবচেয়ে উচ্চতম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত করা হয়। পাশাপাশি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত পঞ্চ কেদার মন্দিরের মধ্যে এটাই সবথেকে উঁচু মন্দির।

ASI পরিচালিত একটি সমীক্ষা অনুসারে জানা গিয়েছে, তুঙ্গনাথ মন্দিরটি ১২,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত রয়েছে। শুধু তাই নয়, মন্দিরটি প্রায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত ঝুঁকে রয়েছে। কথিত আছে যে, এই মন্দিরটি এক হাজার বছরের পুরোনো। মন্দিরটিতে ভগবান শিবের হৃদয় এবং তাঁর বাহুর পুজো করা হয়।





Made in India