বাংলা হান্ট ডেস্ক: প্রায় সময় বিজ্ঞানীরা (Science) পৃথিবী নিয়ে বিভিন্ন রকমের তথ্য তুলে ধরছেন। কিছুদিন আগেই পৃথিবী কবে ধ্বংস হবে সেই নিয়ে বিরাট তথ্য প্রকাশ করেন। আর এবার আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন গবেষকরা। পৃথিবী থেকে মানুষের আয়ু ফুরিয়ে গেলেও একমাত্র একটি প্রাণী বেঁচে থাকবে। যার শরীরে বড় বড় আঘাতও কোনও কাজে লাগবে না। খাবার, জল ছাড়াও দিব্যি বেঁচে থাকতে পারবে এই প্রাণী। এই প্রাণীটির নাম শুনলে আঁতকে উঠতে পারেন আপনারা।
পৃথিবীর মধ্যে একমাত্র বেঁচে থাকবে এই প্রাণী জানালেন বিজ্ঞানীরা (Science)
সম্প্রতি এই নিয়ে গবেষকরা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। সেখান থেকেই জানা গিয়েছে, পৃথিবী থেকে মানুষ নিশ্চিহ্ন হয়ে গেলেও একটি হাফ মিলিমিটারের প্রাণী বেঁচে থাকবে। গবেষকরা দাবি করছেন, সূর্যের আয়ু না ফুরানো অবধি এই প্রাণীর সহজে মৃত্যু হবে না। ৩০২ ডিগ্রি ফারেনহাইট উত্তাপ হোক কিংবা -৪৫৭ ডিগ্রির ঠান্ডা, কোনও কিছুই গায়ে আঁচড় কাটতে পারবে না এই প্রাণীটির। পৃথিবীর ধ্বংসের আগে পর্যন্ত বেঁচে থাকবে বলে। এমনটাই জানা গিয়েছে বিজ্ঞানের (Science) মাধ্যমে।

কি নাম এই প্রাণীটির: বিজ্ঞানীরা (Science) যে প্রাণীটির কথা বলেছেন, সেই প্রাণীটি আটটি পা যুক্ত। মাত্র ০.৫ মিলিমিটার পর্যন্ত লম্বা হতে পারে বলে অনুমান গবেষকদের। এই প্রাণীটির নাম হচ্ছে, “টার্ডিগ্রেড’, বাংলায় যাকে বলা হয় জল-শূকর। বলা হচ্ছে, পৃথিবী শেষ হওয়া পর্যন্ত এই প্রাণীটিই বেঁচে থাকবে।
আরও পড়ুন: শুরু হয়ে গেল আসল খেলা! বাংলাদেশ থেকে মুখ ফেরালেন ট্রাম্প, বিরাট সঙ্কটে ইউনূস সরকার
গবেষকরা আরও জানিয়েছেন, ফুটন্ত জলে সেদ্ধ হোক বা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হোক তারপরেও ২০০ বছর বেঁচে থাকতে সক্ষম এই জল-শূকর। পৃথিবীতে যত রকমের ঘটনা ঘটে যাক না কেন একমাত্র এই প্রাণীটি কুম্ভের মত জেগে থাকবে। সে অগ্ন্যুৎপাত হোক কিংবা, পৃথিবীর সঙ্গে অন্য গ্রহর সংঘর্ষ। সবকিছু বদলে গেলেও জল-শূকর এত সহজে মরবে না।
আরও পড়ুন: শুরু হয়ে গেল আসল খেলা! বাংলাদেশ থেকে মুখ ফেরালেন ট্রাম্প, বিরাট সঙ্কটে ইউনূস সরকার
বিজ্ঞানীরা (Science) যে গবেষণা করেছেন, তাতে দেখা গিয়েছে জল-শূকর অত্যন্ত কঠিন একটি প্রাণ। এমনকি ডাইনোসরের চেয়েও ভয়ঙ্কর বলে মনে করা হচ্ছে। তাহলে জেনে গেলেন ঠিক ঠিক কোন প্রাণীটি বেঁচে থাকবে পৃথিবীর ধ্বংস হওয়ার শেষ মুহূর্ত পর্যন্ত।





Made in India